এইমাত্র
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে
  • ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
  • নতুন দোকান পেয়ে স্বস্তি ফিরেছে বৃদ্ধ ফেরিওয়ালা রইস উদ্দিনের
  • নাদিরা হত্যা-ধর্ষণে জড়িতদের ফাঁসির দাবিতে মিছিল-মানববন্ধন
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম

    নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম

    নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চৌমুহনী এসএ কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মারা গেছে।

    শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির দরজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    নিহত সাবেক ছাত্রলীগ নেতা মো. মাইনউদ্দিন (৩৭) সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। সংসার জীবনে তিনি অবিবাহিত। তিনি গত দুই মাস আগে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা হিসেবে চাকরি নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাইনউদ্দিন তার বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে চরমজিদ গ্রামের বাড়ি থেকে স্থানীয় জোবায়ের বাজারে যান। বাজারে বাবাকে রেখে তিনি মোটরসাইকেলে করে কুমিল্লায় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির দরজার সামনে পৌঁছালে সুবর্ণচরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…