এইমাত্র
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • সোমবার হাদিকে নেওয়া হবে থাইল্যান্ড, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • বাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ, থাইল্যান্ডে কারফিউ ঘোষণা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

    কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ, থাইল্যান্ডে কারফিউ ঘোষণা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
    সংগৃহীত ছবি

    কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে তীব্র সংঘাতের পর নিজেদের সীমান্তবর্তী ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড।

    রবিবার (১৪ ডিসেম্বর) সকালে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় যুদ্ধবিমান, কামান ও ভারী অস্ত্র ব্যবহার করে তারা।

    গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন থাইল্যান্ড-কম্বোডিয়া পুনরায় যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে। তার এ ঘোষণার কয়েক ঘণ্টা পরই সীমান্তে গোলাগুলি, হামলা ও পাল্টা হামলা শুরু হয়।

    গত মে মাসে এক কম্বোডিয়ার সেনা থাই সেনাদের হামলায় নিহত হন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরমধ্যে চলতি মাসে কম্বোডিয়ায় বিমান হামলা চালায় থাইল্যান্ড। এই সংঘর্ষের জেরে দুই দেশের হাজার হাজার মানুষ বাস্তুচ্যত হয়ে পড়েন।

    থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরশান্ত কোংসিরি এক সংবাদ সম্মেলনে কারফিউ জারির ঘোষণা দেন। তিনি জানান, থাইল্যান্ড সংলাপে বসতে রাজি। তবে এরআগে কম্বোডিয়াকে হামলা চালানো বন্ধ করতে হবে।

    থাইল্যান্ড প্রদেশটির মোট পাঁচটি অঞ্চলে কারফিউ জারি করেছে। এটি কম্বোডিয়ার কোহ কোং প্রদেশের পাশে অবস্থিত। তবে কারফিউর আওতায় পর্যটন দ্বীপ কোহ চাং এবং কোহ কোদ থাকবে না। এরআগে দেশটির সেনাবাহিনী পূর্বাঞ্চলের সাকেও প্রদেশে কারফিউ জারি করেছিল। যা এখনো বহাল আছে।

    এরআগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা।

    সূত্র: রয়টার্স

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…