দীর্ঘ সময়ের সংগ্রামের পর স্বস্তি ফিরল রইস উদ্দিনের জীবনে, নতুন দোকানে উঠেছেন বৃদ্ধ ফেরিওয়ালা রইস উদ্দিন। শেষ জীবনে এসে ফিরেছে স্বস্তির ছোঁয়া। দীর্ঘ ৫০ বছর ধরে ফেরি করে কাপড় বিক্রি করে তিনি সংসার চালিয়েছেন। প্রতিদিন গ্রাম থেকে গ্রাম হেঁটেই চলত তার জীবনসংগ্রাম। সামান্য দুই হাজার টাকার পুঁজি আর জীর্ণ শরীর নিয়েই পার করতে হয়েছে এই কঠিন পথ।
কষ্ট আর অভাবই ছিল তার নিত্যসঙ্গী। বিষয়টি সময়ের কন্ঠস্বরে প্রকাশিত হয়। এর পরই আলোচনায় আসে তার জীবনসংগ্রামের গল্প। সেই প্রতিবেদন ছড়িয়ে পড়ার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন শুভানুধ্যায়ী একজন।
এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে রইস উদ্দিন পেলেন নতুন দোকান ও প্রয়োজনীয় মালামাল, যা আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নতুন দোকানে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের কাপড়, মুদিসামগ্রী এবং চা তৈরির উপকরণ। নতুন দোকান দেখতে এলাকাবাসীর ভিড়ও লক্ষ করা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে দোকানে মালামাল আরো বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, এর মাধ্যমে বৃদ্ধ এই ফেরিওয়ালার জীবনে অন্তত কিছুটা স্বস্তি ফিরবে।
রইস উদ্দিন বলেন, ‘নতুন দোকান আর মালামাল পাইয়া আমি খুব খুশি। জীবনের এই বয়সে শেষ কবে এত খুশি হইছি মনে করতে পারি না। দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। যারা আমার দুঃখ দূর করতে আইছে, আল্লাহ যেন তাদের সুখী করে।’
সহায়তায় এগিয়ে আসা দৈনিক খবর সংযোগ পত্রিকার সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, ''পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় নতুন দোকান তৈরি করে শনিবার নারায়ণগঞ্জ থেকে এসে মালামালসহ সব কিছু তার কাছে তুলে দিয়েছি। এতে তার জীবনে কিছুটা হলেও উপকার হবে বলে আমাদের বিশ্বাস। এলাকাবাসী তাকে আরো সহায়তা করলে তার অভাব থাকবেনা৷ ভবিষ্যতেও আমরা তার পাশে থাকব।’
ইখা