ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মোংলা উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)'র আয়োজনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল থেকে 'হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'জ্বালো জ্বালো, আগুন জ্বালো', 'ফ্যাসিবাদের গদিতে, আগুন জ্বালো একসাথে' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
বক্তারা শরিফ ওসমান হাদির ওপর হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা হিসেবে উল্লেখ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান।
এ সময়, জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা প্রতিনিধি মো: আবু হাসান, জাতীয় নাগরিক পার্টির মোংলা উপজেলা প্রতিনিধি মো:আব্দুল্লাহ মেরিন, মো:মাজেদুল মৃধা, মো:আব্দুল্লাহ, সফরুল আলম টিটু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইখা