অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। জানা যায়, গেল অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর এটি হামাসের সিনিয়র কোনো নেতার প্রাণহানির প্রথম ঘটনা।
রবিবার (১৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, গাজা শহরের কাছে এক হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন। গাজায় সবশেষ ইসরাইলি হামলায় কমপক্ষে ২৫ জন আহত হন।
রোববার এক ভিডিও বিবৃতিতে বলা হয়, সাদের হত্যার বিষয়টি নিশ্চিত করে হামাসের গাজাপ্রধান খলিল আল-হায়্যা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন, যা গত অক্টোবরে কার্যকর হয়েছিল।
গতকাল (শনিবার) হামাস কমান্ডারের সবশেষ হত্যাকাণ্ডসহ ইসরাইলের অব্যাহত লঙ্ঘনের (যুদ্ধবিরতি) পরিপ্রেক্ষিতে আমরা মধ্যস্থতাকারীদের, বিশেষ করে মার্কিন প্রশাসন এবং চুক্তির প্রধান গ্যারান্টার হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি দখলদারদের (ইসরাইল) যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করতে এবং এটি বাস্তবায়নে বাধ্য করতে আহ্বান জানাচ্ছি।
অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে প্রতিদিন গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরাইল।
এসব হামলায় কমপক্ষে ৩৮৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
সূত্র: আল জাজিরা
এমআর-২