যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) নির্বাচনী তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২০২৫ সালের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. ইঞ্জি. ইমরান খান এবং নির্বাচন কমিশনার ও তথ্য কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী মোট ৭ টি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে একজন করে মোট সাতজন প্রার্থী নির্বাচিত হবেন।
এ ছাড়াও তফসিল সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ, ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৭ ডিসেম্বর ১২টা মনোনয়ন ফরম বিতরণ, ১৭ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা, ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ও বিকেল ৩ টায় প্রার্থীর তালিকা প্রকাশিত হবে।
ভোট কেন্দ্র হিসেবে যবিপ্রবির ছাত্র শিক্ষক কেন্দ্রের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরকে নির্ধারণ করা হয়েছে। ভোট চলবে ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে একই দিনে বিকেল ৪টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, যবিপ্রবি সাংবাদিক সমিতি-২০২৪ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন মোঃ ওয়াশিম আকরাম ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এ টি এম মাহফুজ।
ইখা