ভারতে লিওনেল মেসির সফর ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মহাতারকাকে এক নজর দেখার জন্য কেউ কেউ জীবনের গুরুত্বপূর্ণ পরিকল্পনাও পিছিয়ে দিচ্ছেন। তেমনই এক নবদম্পতির সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)–কে দেওয়া বক্তব্যে ওই দম্পতির স্ত্রী জানান, গত ৫ ডিসেম্বর তাদের বিয়ে হয়েছে। মেসির কলকাতা সফরের খবর জানার পর তারা হানিমুনের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নেন। ২০১০ সাল থেকে মেসির খেলা নিয়মিত অনুসরণ করছেন তারা। তাই বিয়ের পর মধুচন্দ্রিমার চেয়ে প্রিয় ফুটবলারকে স্বচক্ষে দেখাকেই অগ্রাধিকার দিয়েছেন।
এএনআই প্রকাশিত আরেকটি ভিডিওতে নববিবাহিত স্বামী বলেন, সদ্য বিয়ে হলেও মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তারা হানিমুন বাতিল করেছেন। ফুটবল কিংবদন্তিকে একবার সামনে থেকে দেখার সুযোগ তাদের কাছে হানিমুনের চেয়েও বেশি মূল্যবান। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যাকে তারা ‘গ্রেটেস্ট অব অল টাইম’ হিসেবে ভালোবেসে আসছেন, সেই ভালোবাসারই প্রকাশ এই সিদ্ধান্ত।
নবদম্পতির এই গল্প দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বলছেন, ভারতে মেসির প্রতি ভক্তদের আবেগ কতটা গভীর, এই ঘটনাই তার প্রমাণ। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘আজ শনিবার নয়, আজ কলকাতায় মেসি ডে।’
তবে সেই প্রত্যাশিত ‘মেসি ডে’ শেষ পর্যন্ত রূপ নেয় হতাশায়। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে এক নজর দেখার আশায় চড়া দামে টিকিট কেটে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকাদের ভিড়ে সাধারণ দর্শকদের কাছ থেকে অনেকটাই দূরে রাখা হয় মেসিকে।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্তদের একাংশ। পরে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনা ঘটে এবং পুরো অনুষ্ঠানই পণ্ড হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে মেসির কলকাতা সফরের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মেসির কাছে দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আরডি