জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠেছে গণ বিশ্ববিদ্যালয়।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া ম্যাচের শুরুতে উভয় দলই সমান লড়াইয়ে অবতীর্ণ হলেও খুব দ্রুতই গণ বিশ্ববিদ্যালয় খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়।
২৯তম মিনিটে সাইফ সামসুদের পায়ে দলের হয়ে প্রথম গোলটি আসে। এরপর হীরা ঘোষ আরেকটি গোল করলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে যায় গণ বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ভূমিকায় নামে গণ বিশ্ববিদ্যালয়। রাফায়েল টুডু দুটি গোল করার পাশাপাশি সাইফ সামসুদ আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে পুরোপুরি পিছিয়ে দেয় তারা।
খেলা শেষে হ্যাটট্রিক করা ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাইফ সামসুদকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়।
ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে। সেই প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে নিজেদের নাম ইতিহাসে তুলে ধরেছিল গণ বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ ডিসেম্বর তৃতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ইখা