এইমাত্র
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটার
  • বিপিএল মাতাবেন সন্দ্বীপ লামিচানে
  • ফরিদপুরে হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক
  • বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
  • নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক
  • যবিপ্রবি সাংবাদিক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২১ ডিসেম্বর
  • নাশকতাকারীদের দেশত্যাগ রোধে হিলি সীমান্তে বিজিবির সর্তকতা, টহল জোরদার
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

    জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ই-ইউনিট (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর ই-ইউনিটে চারুকলা অনুষদের ৬০টি আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৮ শতাংশ।

    ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

    পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…