নেত্রকোনার কাইলাটি এলাকায় গভীর রাতে একসাথে আলাদা তিনটি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে একটি ফার্মের ২৯ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। মালিকের দাবি প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি। অন্যদিকে রাতের আধারে নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ লীগের মশার মিছিল হয়েছে।
গতকাল রাতে নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি এলাকায় একই সময়ে তিনটি স্থানে আগুন ধরিয়ে দেয় দূরবৃত্তরা। এসময় কাইলাটি এলাকার ব্রাদার্স মাল্টিপারপাস ফার্ম এ দেয়া আগুনে একটি আধাপাকা ঘর ও সেখানে থাকা আসবাবপত্র, হাঁস মুরগী ও মাছের খাদ্য পুড়ে যায় এছাড়াও একটি ছাগলের ঘরে আগুন দিলে সেখানে থাকা ২৯টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়াও শহরের চল্লিশা কান্দা মোড়ে একটি খড়ের ঘরে আগুন দেয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান ও ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ্ রফিকুর রহমান জানায়, রবিবার ভোর রাতে হঠাৎ করে আগুন দেখতে পায় ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মের এক কর্মচারী পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ভোর ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর ৪টি ইউনিট। এ সময় তারা জানায় ৪টার দিকে খবর পেয়ে তদারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রে আসে। ফার্মেও মালিকের দাবী দূবৃত্তদের দেয়া আগুনে তার ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লাখ টাকারও বেশি।
এদিকে চল্লিশাকান্দা মোড়ে দেয়া আগুনে একটি খড়ের ঘর পুড়ে যায় ও কালইলাটি গ্রামেরাস্তার পাশে থাকা একটি খড়ের গাদায় আগুন দেয় তারা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে।
কাইলাটি ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক জানান, এই ফার্মটি অনেকদিন ধরে এখানে এটি একটি বড় ধরনের প্রতিষ্ঠান । গত ৩০ বছর ধরে ইউনিয়নে এমন নাশকতা হতে দেখিনি। একই সাথে তিন জায়গায় এরকম নাশকতা পূর্বপরিকল্পিত। এটা সঠিক বিচার হওয়া উচিত।
অন্যদিকে নেত্রকোনায় রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের মশার মিছিলের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়দের ধারণা এরপর হয়তো এ আগুন লাগানোর ঘটনাটি ঘটিয়েছে।
এসআর