যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার ইজিবাইক চালক শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, একই গ্রামের মানিক মিয়া জমাদারের ছেলে ইরান হোসেন ও আনারুল ইসলামের ছেলে রিয়াজ। ডিবি পুলিশ চৌগাছা উপজেলার মালিগাতি গ্রাম থেকে তাদের আটক করে।
এদিকে, শহিদ হত্যার ঘটনায় আটক দুইজনসহ ৭ জনকে আসামি করে নিহতের পিতা বশির আহম্মেদ কোতয়ালি থানায় মামলা করেছেন। মামলার অপর আসমিরা হল, পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে মিরাজ, আলিফ, রিয়াজ ও একই গ্রামের আমিনুল।
মামলার অভিযোগে জানা গেছে, নিহত শহিদের বিধবা বোন শাহিদা বেগমের ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত শহিদ ও আসামি মিরাজ। মাঝেমধ্যে মিরাজ ইজিবাইক নিতে তাদের বাড়িতে আসতো। শহিদের বিধবা বোনকে কুপ্রস্তাব দেয় মিরাজ। বিষয়টি জানাজানি হলে শহিদ এর প্রতিবাদ করে। এতে আসামি মিরাজ ক্ষিপ্ত হয়ে শহিদকে খুন জখমের হুমকি দেয়। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনের দোকানে আসামিদের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে শহিদকে গুরুতর জখম করে আসামিরা। আহত শহিদকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার রাতে যশোরের ডিবি পুলিশ ওই দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেন। রোববার (১৪ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিছুর রহমান খাঁন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অন্য আাসমিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এনআই