বাংলাদেশের মানুষের কাছে ডিসেম্বর মানেই গৌরব আর বেদনার ইতিহাস। বাংলার মুক্তিকামী মানুষ যখন বিজয়ের দ্বারপ্রান্তে ছিল ঠিক তখনই মারণকামড় দেয় পাকিস্তান। বিজয়ের ঠিক আগমুহূর্তে দেশকে মেধাশূন্য করার নীলনকশা বাস্তবায়ন করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বরেণ্য চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, লেখক ও চিন্তাবিদদের বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সেই দিনটিই আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
৫৪ বছর আগের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সাকিব আল হাসান-লিটন দাসরা।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ সাকিব লিখেছেন, ‘১৪ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গভীর শ্রদ্ধা। যাঁদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
লিটন নিজের ফেসবুকে রায়েরবাজার বধ্যভূমির ছবি ফটোকার্ড হিসেবে পোস্ট করেছেন। ছবির ওপর লেখা, ‘যাঁদের কণ্ঠ থামিয়ে দেওয়া হয়েছিল, মৃত্যু কি আর তাদের চিন্তা থামিয়ে দিতে পারে? সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা।’ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
এর আগে গত পরশু মুক্তিযোদ্ধাদের স্মরণ করে ফেসবুকে পোস্ট করেন পেসার তানজিম সাকিব। তিনি লিখেছিলেন, ‘আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিলো না ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না, কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না, তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। যারা আমদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে আমি গর্ব বোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযুদ্ধারা।’
আরডি