বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে আর কোনো মানুষ গুম হবে না এবং কোনো মা সন্তান হারানোর বেদনা অনুভব করবেন না।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠ ও একই এলাকায় অনুষ্ঠিত পৃথক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপি ভূমিধস বিজয় অর্জন করবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করবে, যার প্রকৃত মালিক হবে জনগণ। এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।”
তিনি বলেন, “আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কখনো গুমের ঘটনা না ঘটে—এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করবে বিএনপি।”
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে তারা বিএনপিকে ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলোরও উচিত তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
তিনি আরও বলেন, “কিন্তু কেউ কেউ ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে—ভোট দিলে জান্নাত পাওয়ার মতো কথা বলে ধোঁকাবাজি করছে। এ ধরনের অপপ্রচার থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।”
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমার জীবন একসময় চরম ঝুঁকির মুখে পড়েছিল। দেশে এমন এক সময় ছিল, যখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।”
এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইখা