বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে। এক ধাপ উন্নতি করে তিনি উঠে এসেছেন সপ্তম স্থানে।
এর আগে মুস্তাফিজ র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানেই ছিলেন। নতুন হালনাগাদে তার রেটিং পয়েন্ট ৬৬৫। গত বছরের ধারাবাহিক সফলতা তাকে বিশ্বের শীর্ষ বোলারদের তালিকায় আরও শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
সেরা দশের তালিকায় আরও কিছু পরিবর্তন এসেছে। আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিব উর রহমান পাঁচ ধাপ এগিয়ে এখন নয় নম্বরে অবস্থান করছেন। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন (রেটিং পয়েন্ট ৬৯১)। এছাড়া অস্ট্রেলিয়ার নাথান এলিস নয় থেকে আট নম্বরে উন্নীত হয়েছেন।
তবে শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। এক নম্বরে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী (৭৮৭ পয়েন্ট), দ্বিতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান (৭৩৭), তৃতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।
আরডি