মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনাগামী কোনো ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক সাফুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে।নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরডি