স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হবে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্পেন মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ফাইনালের ভেন্যু নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে মরক্কো ও স্পেনের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে লুজান স্পষ্ট করে জানান, ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনে।
যদিও কোন স্টেডিয়ামে ম্যাচটি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। স্প্যানিশ গণমাধ্যমের ধারণা, ফাইনালের সম্ভাব্য স্থান হিসেবে রয়েছে রিয়াল মাদ্রিদের ‘সান্তিয়াগো বার্নাব্যু’ বা বার্সেলোনার নতুন ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়াম।
অন্যদিকে, মরক্কো তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করেছিল। ২০২৮ সালে কাজ শেষ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম (ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার)।
২০৩০ সালের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের শতবর্ষ উদযাপনের অংশ। এই আসরটি হবে তিনটি মহাদেশ জুড়ে। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও উদ্বোধনী এবং বিশেষ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
আরডি