এইমাত্র
  • যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
  • ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
  • নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার
  • যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, বাকীদের বুকে টেনে নেবো: মির্জা ফখরুল
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
  • আইসিসি থেকে সুখবর পেলেন মুস্তাফিজ
  • যে কারণে বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তনে রাজি হয়নি আয়ারল্যান্ড
  • ২০৩০ বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনে
  • বিয়ে-তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    চ্যাম্পিয়নস লিগের সমীকরণ যুদ্ধে মাঠে নামছে ৩৬ দল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

    চ্যাম্পিয়নস লিগের সমীকরণ যুদ্ধে মাঠে নামছে ৩৬ দল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

    আজ বুধবার (২৮ জানুয়ারি) রাতটি ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রেমিদের জন্য নিঃসন্দেহে একটি রোমাঞ্চকর রাত হতে চলেছে। কেননা, উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ‘ম্যাচ ডে’-তে একই সময়ে মাঠে নামছে ৩৬টি দল। এক রাতের ফলাফলই কোনো মাঝামাঝির অবস্থানের দলকে টেনে তুলতে পারে সুপার এইটে। আবার কোনো ইউরোপীয় পরাশক্তিকে নামিয়ে দিতে পারে ঝূঁকিপূর্ণ প্লে-অফে। আবার শঙ্কা রয়েছে সরাসরি বিদায়েরও।

    টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি জায়গা পাবে শেষ ষোলোতে। অন্যদিকে, পয়েন্ট টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোকে শেষ ষোলোতে জায়গা পেতে খেলতে হবে ‘প্লে অফ’। 

    এরই মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ শেষ আট নিশ্চিত করেছে। সেই হিসেবে আর মাত্র ৬টি দল সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। সেই দৌড়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, টটেনহ্যাম, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি।

    বুধবার (২৮ জানুয়ারি) রাতে বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদ, কারাবাখের বিপক্ষে ঘরের মাঠে লিভারপুল ও আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মাঠে টটেনহ্যাম জিতলেই তারা সরাসরি নকআউট পর্বে পা রাখবে।

    এদিকে আজ একই সময়ে মাঠে নামবে টেবিলের ষষ্ঠ স্থানে থাকা পিএসজি এবং সপ্তম স্থানে থাকা নিউক্যাসল। দুই দলের পয়েন্ট সমান ১৩। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে শেষ ষোলোতে। আর পরাজিত দলকে ‘প্লে অফ’ খেলে নিশ্চিত করতে হবে শেষ ষোলোর টিকিট। আর ম্যাচটি ড্র হলে দুই দলকেই তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। 

    সমান ১৩ পয়েন্ট আছে আরও ছয়টি দলের। দলগুলো হলো, চেলসি, বার্সেলোনা, স্পোর্তিং, ম্যানচেস্টার সিটি, অ্যাতলেটিকো মাদ্রিদ ও আতালান্তা।

    তবে গোল ব্যাবধানের কারণে পয়েন্ট টেবিলের উপরের দিকে অর্থাৎ ৮ নম্বরে অবস্থান করছে চেলসি। সরাসরি শেষ ষোলোর টিকিট পেতে ইতালিয়ান ক্লাব নাপোলির মুখোমুখি হবে তারা। এ ম্যাচটি চেলসির জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ নাপোলির জন্যও। ‘প্লে অফে’ জায়গা করে নিতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই গ্লি আজজুরিদের। 

    এদিকে শেষ ষোলোতে সরাসরি জায়গা করার লক্ষ্যে ঘরের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে পারলেই সরাসরি নকআউট পর্বে পৌঁছে যাবে কাতালানরা। তবে তাদের জয়ের ব্যবধান কম হলে, লড়াইয়ে পিছিয়ে পড়তে পারে তারা।

    শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ আছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকে মাদ্রিদেরও। সেক্ষেত্রে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে বড় ব্যবধানে হারাতে হবে দিয়েগো সিমিওনের দলকে। পাশাপাশি অপেক্ষায় থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে।   

    পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটিকে সরাসরি শেষ ষোলোয় খেলতে হলে আজ গালাতাসারাইয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তবে শুধু জয় পেলেই হবে না, সাথে দলটিকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। আর সিটিকে হারাতে পারলে প্লে-অফে খেলা নিশ্চিত হবে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের।

    একই লক্ষ্যে ইতালিয়ান ক্লাব আতালান্তার নিজেদের ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে এবং অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসার প্রার্থনা করতে হবে।

    পয়েন্ট টেবিলের হিসেব কষলে দেখা যায়, দুই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস এবং ইন্টার মিলানের সরাসরি শেষ আটে যাওয়ার সুযোগ নেই। তবে ‘প্লে-অফ’ অনেকটাই নিশ্চিত তাদের। অন্যদিকে সাবেক চ্যাম্পিয়ন বেনফিকা ও আয়াক্স টুর্নামেন্টে টিকে আছে কোনোভাবে। দুই দলেরই শেষ ম্যাচ জেতার বিকল্প নেই। 

    চ্যাম্পিয়নস লিগের আজকের খেলাসমূহ: 

    পিএসজি-নিউক্যাসল

    ম্যান সিটি-গালাতাসারাই

    লিভারপুল-কারাবাগ

    ডর্টমুন্ড-ইন্টার মিলান

    বার্সেলোনা-কোপেনহেগেন

    আর্সেনাল-কাইরাত

    লেভারকুসেন-ভিয়ারিয়াল

    আতলেতিকো-বোডো/গ্লিমট

    বেনফিকা-রিয়াল মাদ্রিদ

    ফ্রাঙ্কফুর্ট-টটেনহাম

    ব্রুগা-মার্শেই

    পিএসভি-বায়ার্ন

    আয়াক্স-অলিম্পিয়াকোস

    নাপোলি-চেলসি

    মোনাকো-জুভেন্টাস

    ইউনিয়ন-আতালান্তা

    বিলবাও-স্পোর্তিং সিপি

    পাফোস-স্লাভিয়া প্রাগ

    * সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ২টায় শুরু

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…