ইরানের বিক্ষোভে নিহত এক ভুক্তভোগী হিসেবে নিজের ছবি ইসরাইলের একটি টেলিভিশনে সম্প্রচার হতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন নোয়া জিয়ন নামের এক ইসরাইলি তরুণী। ঘটনাটি সাম্প্রতিক অস্থিরতা ও তা মোকাবিলায় ইরান সরকারের ভূমিকা নিয়ে ইসরাইলি প্রশাসনের ছড়ানো ভুয়া খবরের একটি দৃষ্টান্ত হিসেবেই সামনে এসেছে।
প্রেস টিভির এক প্রতিবেদন অনুযায়ী, কখনোই ইরানে পা রাখেননি নোয়া। গেল সোমবার (২৬ জানুয়ারি) নিজ বাড়িতে থাকার সময় ইসরাইলের চ্যানেল ১২ নিউজ চালু করেন তিনি। সেখানে দেখতে পান, ‘ইরানে বিক্ষোভে চার ইহুদি নিহত’ শিরোনামের নিচে তার ছবি দেখানো হচ্ছে!
প্রতিবেদনটিতে তাকে ভুলভাবে সানাজ জাভাহেরিয়ান নামে পরিচয় করানো হয় এবং সেখানে ওই চ্যানেলটি দাবি করে যে তিনি একজন বিক্ষোভকারী ছিলেন এবং গ্রেফতার হওয়ার পর ইরানি নিরাপত্তা বাহিনী তাকে পিটিয়ে হত্যা করে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে নোয়া বলেন, আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন কিছু ঘটবে… আমি তো আমার বাড়িতেই আছি!
তিনি আরও বলেন, আমি এখানে, আমি জীবিত, বাড়িতে বসে আছি এবং আধা ঘণ্টার মধ্যে আমি প্রশিক্ষণে যাব। জীবনে কখনোই আমি ইরানে যাইনি।
ভিডিওটি ইরান পরিস্থিতি নিয়ে ইসরাইলি ভুয়া খবরের হাস্যকর দিকটিই তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে।
এদিকে, এখন পর্যন্ত চ্যানেল ১২ এ বিষয়ে কোনো প্রকাশ্য সংশোধনী বা বিবৃতি দেয়নি।
এরই মধ্যে নোয়ার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী একে ‘ইসরাইলি প্রোপাগান্ডা’র ব্যর্থতা অথবা নিছক সাংবাদিকতার ভুল হিসেবে তুলে ধরেছেন। একটি পোস্টে বলা হয়, ‘ইসরাইলি প্রোপাগান্ডা এতটাই কার্যকর যে টিভিতেই নিজের বসতিস্থাপনকারীদের মেরে ফেলে।’
এমআর-২