সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় রায়পুর বাজারের মেইন রোডের ‘বিনিময় ট্রেডার্সে’ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছে এবং দোকানে মূল্য তালিকাও সঠিকভাবে প্রদর্শন করেনি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনআই