রংপুরের তারাগঞ্জে সড়ক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার পুরাতন চৌপথি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. তৌফিকুর রহমান।
অভিযান চলাকালে হেলমেটবিহীন গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৫০টির বেশি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট যানবাহনগুলোকে জরিমানা করা হয়।
অভিযানে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন কমানো এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানানো হয়।
এনআই