বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফাইতং ইউনিয়নের ফাদুর ছড়া ও বাঙালি পাড়া নামক স্থানে এই অভিযান চালানো হয়।
অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কাটার অপরাধে FAC, MMB, MHB, 3BM এবং SBW নামক পাঁচটি ব্রিকস ফিল্ডের প্রত্যেক মালিককে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত আহমেদ। অভিযানে সহযোগিতা করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ এবং থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত আহমেদ জানান, ইট প্রস্তুতের উদ্দেশ্যে অবৈধভাবে পাহাড় থেকে মাটি কেটে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১৫ (১) লঙ্ঘনের দায়ে ফাইতং এলাকার এই পাঁচটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ফাইতংয়ে পাঁচটি অবৈধ ইটভাটা থেকে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিত চলছে। এছাড়া অন্যান্য উপজেলায় গড়ে ওঠা আরও কয়েকটি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"
এনআই