আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পথে অবৈধ অস্ত্রের প্রবেশ রুখতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট সীমান্তে গভীর রাতে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি (ইউএসএ) একটি আধুনিক পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) পিস্তল উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) একটি দল মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির টহল দলটি সেখানে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র আরও জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অসাধু চক্র যাতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ বা বিস্ফোরক দ্রব্য এনে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেজন্য লালমনিরহাট সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ব্যাপক প্রস্তুতি রয়েছে। বিজিবি লালমনিরহাট দপ্তর নিশ্চিত করেছে যে, মোট ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিন-রাত টহল অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া শেষে লালমনিরহাট সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এনআই