এইমাত্র
  • ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে
  • পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • খালেদা জিয়ার অবদান স্মরণ করল ভারতের সংসদ
  • চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে
  • নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • গভীর গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ উদ্ধার
  • হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
  • যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
  • ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    বিনোদন

    অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম

    অভিনেত্রী পূজা চেরির ভিডিও ফাঁসেও উচ্ছ্বসিত ভক্তরা

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম

    রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সম্প্রতি কাজাখস্তানে শুটিং শেষে ছবিটির দৃশ্যায়ন চলছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার চলনবিল অধ্যুষিত বিভিন্ন স্থানে। সম্প্রতি অভিনেত্রী পূজা চেরির গায়েহলুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    খোঁজ নেওয়া যায়, ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন এলাকায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন সময় উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ উপস্থিত থাকতেন। এর মধ্যে মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে নাচ ও গানে ভরপুর গায়েহলুদের দৃশ্য দেখা যায়। গায়েহলুদের সাজে অভিনেত্রী পূজা চেরিকে ঘিরে রেখেছেন অনেকে। হলুদ শাড়ি পরিহিত অভিনেত্রীকে মাঝখানে নাচতে দেখা গেছে, এরপর উঠে আসে সাজানো বিয়েবাড়ির পরিবেশ। শুটিং সেটে গোপনে ধারণ করা এই ভিডিওটি কে বা কারা ফাঁস করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    নাচের ওই দৃশ্য বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তেই আলোচনা জোরালো হয়েছে। সিনেমাটির নায়িকা হিসেবে পূজা চেরির শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই প্রযোজনা টিমের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত ভক্তদের মধ্যে পূজার লুকের প্রশংসায় মেতেছেন। মন্তব্যের ঘরে অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করছেন অনেকে।

    এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত 'দম' সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও পূজা চেরির নতুন ক্যামিস্ট্রি। ছবিতে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুরকে। এছাড়াও জনপ্রিয় অভিনেতা পাবনার সন্তান চঞ্চল চৌধুরীসহ আরও অনেক অভিনেতাকে সিনেমায় দেখা যাবে। সব মিলিয়ে বিগ বাজেটের সিনেমাটি মুক্তির পর ভালো সাফল্য পাবে বলে প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…