এইমাত্র
  • রাতে গোপালগঞ্জে বিচারকের বাসায় ককটেল হামলার ঘটনা
  • শীত এলেই পিঠের ব্যথা বাড়ে: টাইম ম্যাগাজিনে তারেক রহমান
  • গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস
  • ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে
  • পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • খালেদা জিয়ার অবদান স্মরণ করল ভারতের সংসদ
  • চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে
  • নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • গভীর গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ উদ্ধার
  • হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

    ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

    যুক্তরাষ্ট্রে কর্মরত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য, বিশেষ করে ভারতীয়দের জন্য বড় ধাক্কা এসেছে টেক্সাস অঙ্গরাজ্য থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে সমর্থন জানিয়ে সেখানকার সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়ে এইচ-১বি ভিসা আবেদন স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

    টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক সরকারি চিঠিতে জানান, এইচ-১বি ভিসা কর্মসূচির কারণে এমন অনেক চাকরি বিদেশিদের হাতে চলে যাচ্ছে, যা টেক্সান বা স্থানীয়দের পাওয়া উচিত ছিল। 

    তার ভাষায়, এই কর্মসূচি মূলত বিশেষায়িত ও অপূরণীয় দক্ষতা সম্পন্ন লোক আনার জন্য হলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রে স্থানীয়দের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।

    এই সিদ্ধান্তটি আসে ট্রাম্পের সেই ঘোষণার কয়েক মাস পর, যেখানে তিনি এইচ-১বি ভিসা আবেদন ফি এক লাখ ডলার বাড়ানোর কথা বলেন। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত টেক্সাসের রাজ্য বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও অন্যান্য সরকারি সংস্থায় এইচ-১বি ভিসা আবেদন স্থগিত থাকবে।

    হিউস্টন ক্রনিকলের তথ্য অনুযায়ী, যদিও টেক্সাসে অধিকাংশ এইচ-১বি কর্মী বেসরকারি খাতে কাজ করেন, তবুও সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য সংখ্যক ভিসাধারী কর্মরত আছেন।

    এমন সিদ্ধান্ত ভারতীয়দের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৫ লাখ ৭০ হাজার ভারতীয় টেক্সাসে থাকেন। 

    বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপরও বাড়তি চাপ তৈরি করতে পারে, বিশেষত বাণিজ্য ও শুল্ক ইস্যুতে গভীর টানাপোড়েনের মধ্যে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…