ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তার নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরায় বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আদিব এই অভিযোগ করেন। এসময় তিনি হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
সংবাদ সম্মেলনে আদিব জানান, সোমবার সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় গণসংযোগ করার সময় তার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের ক্রমাগত হামলা ও মামলার হুমকি দেওয়া হচ্ছে।
বক্তব্যকালে আদিব সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির পক্ষ থেকে হামলাকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় আমরা উত্তরা অবরোধ কর্মসূচি ডাক দিতে বাধ্য হব।’
তিনি আরও যোগ করেন, ‘নির্বাচন কমিশনকে এই হামলার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
এদিকে, দলের কেন্দ্রীয় নেতার ওপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে দলটি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে কিনা বা নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরডি