রমনা রেজিমেন্টের অধীনস্থ ৩ বিএনসিসি ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি প্লাটুনের মোট ১৪০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। পাশাপাশি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরাও প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
প্রশিক্ষণ চলাকালে ক্যাডেট ও শিক্ষার্থীদের মাদকবিরোধী কোর্সের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এ প্রশিক্ষণ তাদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং আর্তমানবতার সেবায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে তুলবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) পরিচালক মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর মুস্তারী, ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট, ৩ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট।
বক্তাগণ বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ক্যাডেট ও শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসআর