রাশিয়ান ক্লাব এফসি সোচির কোচের দায়িত্ব থেকে গত বছরের ১ সেপ্টেম্বর বরখাস্ত হয়েছিলেন রবার্তো মোরেনোর। সেই সময়ে জানা গিয়েছিল ঘরোয়া লিগে দলটির অবস্থান তলানিতে নেমে যাওয়ায় চাকরি হারাতে হয় তাকে।
তবে চাকরি হারানোর চার মাসের বেশি সময় পর সামনে এলো এক অদ্ভুত কারণ। অভিযোগ উঠেছে, দল পরিচালনার বড় ছোট প্রায় সব সিদ্ধান্তেই রবার্তো অতিরিক্তভাবে চ্যাটজিপিটির ওপর নির্ভর করতেন। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরতার বিষয়টিই নাকি তাঁর বরখাস্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
৪৮ বছর বয়সী মোরেনো স্প্যানিশ ফুটবলের পরিচিত মুখ। ২০১৯ সালে স্পেন জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তার আগে দীর্ঘ সময় কাজ করেছেন বার্সেলোনার কোচিং স্টাফে।
স্প্যানিশ দৈনিক দিয়ারিও এএস ও বিইন স্পোর্টস রুশ গণমাধ্যমকে দেওয়া এফসি সোচির সাবেক মহাপরিচালক আন্দ্রে অরলভের সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে।
সেখানে অরলভ দাবি করেন, সোচিতে দায়িত্ব পালনকালে চ্যাটজিপিটি ছিল মোরেনোর অন্যতম প্রধান কাজের মাধ্যম। দৈনন্দিন কোচিং কার্যক্রমে এই এআই চ্যাটবটের ব্যবহার ছিল নিয়মিত।
অরলভের ভাষ্য অনুযায়ী, ম্যাচের শুরুর একাদশ সাজানো, কখন কোন খেলোয়াড়কে বদলি করা হবে এমনকি কৌশলগত কিছু সিদ্ধান্তেও চ্যাটজিপিটির সহায়তা নিতেন মোরেনো। শুধু তাই নয়, দলের ভ্রমণ সূচি তৈরিতেও কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভরসা করেছিলেন তিনি।
সাবেক এই রুশ কর্মকর্তা জানান, মোরেনো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দলের ভ্রমণসূচিও বানাতেন। সোচির জন্য সবচেয়ে লম্বা ভ্রমণের একটি হচ্ছে খাবারভস্ক।
সে প্রসঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে অরলভ বলেন, রবার্তো জানিয়েছিল সব পরিকল্পনা চ্যাটজিপিটি দিয়ে করা। কিন্তু সেই ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করে দেখা যায়, খেলোয়াড়দের প্রায় ২৮ ঘণ্টা টানা না ঘুমিয়ে থাকতে হবে। বিষয়টি জানানো হলেও শেষ পর্যন্ত সামান্য পরিবর্তন ছাড়া এআইয়ের তৈরি করা সূচিই অনুসরণ করা হয়।
অরলভের কথায়, সব ঠিক আছে মনে হলেও তাঁর প্রশ্ন ছিল, খেলোয়াড়রা তাহলে ঘুমাবে কখন।
চ্যাটজিপিটি ব্যবহার নিয়ে অভিযোগ এখানেই শেষ হয়নি। দলবদলের ক্ষেত্রেও এআইয়ের ওপর নির্ভর ছিলেন মোরেনো। আক্রমণভাগে একজন নাম্বার নাইন খুঁজতে গিয়ে তিনি উইস্কাউট থেকে সংগৃহীত তথ্য চ্যাটজিপিটিতে দেন এবং সেখান থেকেই উপযুক্ত খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করতেন।
চলতি মৌসুমে প্রথম সাত ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়ার পর মোরেনোকে বরখাস্ত করে এফসি সোচি। অরলভ বলেন, চ্যাটজিপিটি অবশ্যই সহায়ক একটি টুল। ব্যবহার করতেই পারে সবাই। কিন্তু মোরেনো এটিকে তাঁর কাজের মূল ভিত্তিতে পরিণত করেছিলেন।
আরডি