জামায়াতে ইসলামীকে উদেশ্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে। বিএনপি সরকারের দুর্নীতি নিয়ে তারা এত সোচ্চার, অথচ ২০০১-০৬ পর্যন্ত বিএনপি সরকারে তো তাদেরও দুইজন সদস্য (মন্ত্রী) ছিল। বিএনপি যদি তখন দুর্নীতিতে চ্যাম্পিয়নই হয়, তাহলে তারা কেন পদত্যাগ করেনি। কারণ, তারা জানতো খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে আপস করেনি, তিনি দুর্নীতি কমাতে উদ্যোগ নিয়েছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অনেক দল আছে, যারা জনসভায় এসে বাকিদের নিয়ে সমালোচনা করে। কিন্তু রাজনৈতিক দল সমালোচনা করলে জনগণের উন্নয়ন হয় না। বিএনপি ছাড়া কারোরই দেশ নিয়ে পরিকল্পনা নেই।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে যথারীতি ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেছেন, ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে। কেউ যাতে ভোট লুটপাট করতে না পারে, পাহারা দিতে হবে।
তারেক রহমান এ সময় বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে। বাংলাদেশকে জনগণের বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ করা হবে।
বিএনপি ক্ষমতায় এলে দলটির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড ও কর্মসংস্হান নিয়ে পরিকল্পনাও সমাবেশে তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এমআর-২