প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলে দিনাজপুর-৬ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ। তিনি ‘ঘোড়া’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে চাংপাই রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শাহনেওয়াজ ফিরোজ শুভ অভিযোগ করে বলেন, “প্রশাসন সব প্রার্থীর ক্ষেত্রে সমান ও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। বিভিন্ন সময়ে আমি জীবননাশের হুমকি পেয়েছি। এসব কারণে নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্স চাওয়া হলেও তা দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, “এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়।”
এনআই