এইমাত্র
  • ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে
  • পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • খালেদা জিয়ার অবদান স্মরণ করল ভারতের সংসদ
  • চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে
  • নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • গভীর গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ উদ্ধার
  • হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
  • যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
  • ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে সবশেষ যা জানা গেল

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

    সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে সবশেষ যা জানা গেল

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

    রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে গত দেড় বছর দূরে রয়েছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সম্প্রতি জানা গিয়েছে, তাকে দলে ফেরাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব বিবেচিত হবেন। 

    গত শনিবার জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সাকিবকে চাওয়া হয়েছে। তাকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগও দেওয়া হবে। এরপর বোর্ড থেকে সাকিবের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। 

    আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে পরিচালক আমজাদ বলেন, ‘জি চলমান আছে। (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’

    এর আগে তিনি জানান, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, সাকিব আল হাসানের ফিটনেস, অ্যাভেইলিবিলিটি এবং খেলোয়াড় হিসেবে প্রস্তুতি থাকলে পরবর্তী সিরিজে তাকে বিবেচনা করা হবে। পাশাপাশি সাকিব যেন অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী বিসিবি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেবে।

    বিসিবি সাকিবকে পুনরায় কেন্দ্রীয় চুক্তিতেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। সাকিবের বিরুদ্ধে থাকা মামলা ও অন্যান্য আইনি বিষয় নিয়ে বোর্ড সরকারের সঙ্গে আলোচনা করবে।

    বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘আমাদের ক্রিকেট অপারেশনের পরিকল্পনায় ২৭ জন খেলোয়াড় চুক্তিভুক্ত হবে। সেই তালিকায় যখন আলোচনা চলছিল, আমাদের একজন পরিচালক প্রস্তাব দিয়েছিলেন যে সাকিব আল হাসান খেলতে ইচ্ছুক। আমরা বিষয়টি বোর্ড প্রেসিডেন্টকে জানিয়েছি, সরকারের অনুমোদন পাওয়া গেলে বোর্ডের পক্ষ থেকে আমরা তাকে খেলানোর চেষ্টা করব।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…