পাবনা-৩ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন: চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লেবু এবং চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ।
ঘটনার প্রেক্ষাপট: উল্লেখ্য, বহিষ্কৃত নেতারা জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের (ধানের শীষ) বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তারা দীর্ঘ দিন ধরে স্থানীয় প্রার্থীর দাবিতে মিছিল ও আন্দোলন করে আসছিলেন। বর্তমানে তারা এই আসনের বিদ্রোহী প্রার্থী ও সদ্য বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলামের (ঘোড়া প্রতীক) পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনআই