বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিএনপিপন্থি অধ্যাপক ড. শাহিনুজ্জামানের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘কারণ দর্শানো নোটিশ’ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্র। তিনি হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ নোটিশ দেওয়া হয়।
কারণ দর্শানো নোটিশে লেখা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
নোটিশের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ বলেন, ‘আমাকে কেন্দ্র নোটিশ দিয়েছেন, ৪৮ ঘণ্টা সময় দিয়েছে, আমি নিয়মতান্ত্রিকভাবে অফিসে গিয়ে লিখিত বক্তব্য দিব। বাকিটা কেন্দ্র বুঝবেন।’
কারণ দর্শানো নোটিশের বিষয়ে জানতে কেন্দ্রে অনেক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল রিসিভ করেনি।
উল্লেখ্য, সম্প্রতি এক মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দেন। মানববন্ধনের পরপরই শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্মানিত প্রক্টর স্যারের পদত্যাগের আল্টিমেটাম ইবি ছাত্রদলের কোন সাংগঠনিক সিদ্ধান্ত নয়।’
ইখা