যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের 'হোটেল এন্ড রিসোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই নির্দেশনা দেন। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানটিতে কর্মরত ৬৪ কর্মী চাকরি হারালেন। ফলে তারা হতাশ হয়ে পড়েছেন।
জানা গেছে, গত ২০১৭ সালের ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আইটি পার্কটির উদ্বোধন করেন। পার্কটির মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টি করা। সরকার পার্কটি পরিচালনার দায়িত্ব দিয়েছিল ‘টেকসিটি বাংলাদেশ লিমিটেড’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানকে।
ব্যবসায়ে লোকসান ঠেকানোর অজুহাতে ২০২৩ সালের ২৬ জানুয়ারি টেকসিটি তাদের ডরমিটরি ভবনটি ১০ বছরের জন্য সাব-লিজ দেয় আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান ‘খান প্রোপার্টিজ গ্রুপ’-কে। এরপরই সেখানে 'যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্ট' নামে তিন তারকা মানের বাণিজ্যিক হোটেল যাত্রা শুরু করে।
নতুন করে বরাদ্দ দেবার উদ্দেশ্যে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই সাব-লিজ বাতিল ও কার্যক্রম বন্ধের পদক্ষেপ নেয়। হঠাৎ কার্যক্রম বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন সেখানে কর্মরত ৬৪ জন কর্মী।
আইসিটি পার্ক ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল জানান, খান প্রোপার্টিজের চুক্তি ছিলো টেকসিটি বাংলাদেশ লিমিটেডের সাথে। জুলাই অভ্যুত্থানের পর সরকারের সাথে টেকসিটি লিমিটেডের চুক্তি বাতিল করা হয়। ফলে খান প্রোপার্টিজের চুক্তিও অঘোষিতভাবে বাতিল হয়। পরে হাইটেক পার্ক অথরিটি খান প্রোপার্টিজকে সাময়িক সময়ের জন্য অপারেশন অব্যাহত রাখার নির্দেশ দেয়। ওই সময় শেষ হয়ে যাওয়ায় হোটেল এন্ড রিসোর্টটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে।
খান প্রোপার্টিজের পাবলিক রিলেশন অফিসার শামসুজ্জামান স্বজন জানান, নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনা করছিলাম। আমরা এখানে অনেক টাকা লগ্নি করেছি। হঠাৎ করে পার্কের হোটেল এন্ড রিসোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করায় ৬৪ জন কর্মী কর্মসংস্থান হারিয়েছেন। আকস্মিক চাকরি হারিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
হাইটেক পার্ক কর্তৃপক্ষের যশোরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক নজরুল ইসলাম জানান যশোর আইসিটি পার্কের এমটিভি ভবনটি হাইটেক পার্ক অথরিটি নিজেরাই পরিচালনা করবে। হোটেল ও ক্যান্টিনের জন্য নতুন টেন্ডার আহবান করা হচ্ছে। এজন্য খান প্রপার্টিজের অপারেশন বন্ধ করতে বলা হয়েছে।
এসআর