এইমাত্র
  • ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে
  • পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • খালেদা জিয়ার অবদান স্মরণ করল ভারতের সংসদ
  • চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে
  • নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • গভীর গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ উদ্ধার
  • হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
  • যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
  • ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গলাচিপায় গভীর রাতে অগ্নিকাণ্ডে দর্জি দোকান পুড়ে ছাই

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

    গলাচিপায় গভীর রাতে অগ্নিকাণ্ডে দর্জি দোকান পুড়ে ছাই

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

    পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের সদর সড়কে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘ভাই ভাই লেডি টেইলার অ্যান্ড বোরকা হাউজ’ নামের একটি দর্জি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানটির বিপুল পরিমাণ কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ব্যবহৃত পানির কারণে পাশের আছাদ টেইলার ও সেঞ্চুরি টেইলার নামের আরও দুটি দোকানের মালামাল পানিতে ক্ষতিগ্রস্ত হয়।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে অন্তত একটি দোকানের সব মালামাল পুড়ে গেছে এবং অন্য দুটি দোকানে পানির কারণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ‘ভাই ভাই টেইলার’-এ আগুনের সূত্রপাত হয়।

    আগুন নেভানোর সময় দায়িত্ব পালনকালে আতিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য মাথায় আঘাত পেয়ে আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

    ঘটনার সময় স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে দেখা যায়। পাশাপাশি ঘটনাস্থলে গলাচিপা থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

    সেঞ্চুরি টেইলারের প্রতিনিধি মো. রাহাত হাওলাদার বলেন, ‘রাত পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। প্রথমে স্থানীয়রা তালা ভেঙে দোকানে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বশির প্যাদার ভাই ভাই টেইলার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

    গলাচিপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, ‘দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘সদর সড়কের দোকানগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দোকানের পাশ দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়াচ্ছে। এ ছাড়া রাস্তার ওপর পলিথিন ও ত্রিপল টানিয়ে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে বাধা সৃষ্টি হয়। এলাকাটিতে পর্যাপ্ত পানির উৎসও নেই।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…