এইমাত্র
  • ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে
  • পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • খালেদা জিয়ার অবদান স্মরণ করল ভারতের সংসদ
  • চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে
  • নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • গভীর গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ উদ্ধার
  • হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
  • যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
  • ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পুঠিয়ায় বাসচাপায় তিনজনের মৃত্যু

    পুলিশ হেনস্তাকারী তুহিন ও বাসচালক গ্রেপ্তার

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

    পুলিশ হেনস্তাকারী তুহিন ও বাসচালক গ্রেপ্তার

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

    রাজশাহীর পুঠিয়ায় বাসচাপায় তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশের কাজে বাধা ও পুলিশ সদস্যদের হেনস্তার অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ত্রিপল-ই বিভাগের ছাত্র হাসানুর রহমান ওরফে তুহিন (২৬) এবং দুর্ঘটনাকবলিত বাসের চালক সাইফুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তার সাইফুল ইসলামের বাড়ি নাটোর সদর উপজেলার কানাইখালী দক্ষিণ পটুয়াপাড়া এলাকায় এবং তুহিনের বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ায়। পুলিশ জানায়, তুহিনকে সরকারি কাজে বাধা ও পুলিশ হেনস্তার মামলায় এবং বাসচালক সাইফুল ইসলামকে সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই বাসচালক বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে গুজব ছড়ানো হয় যে, পুলিশ বাসচালককে ছেড়ে দিয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। এই গুজবের ভিত্তিতে উত্তেজিত ছাত্র-জনতা নিহত শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিতে বাধা দেয় এবং বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শককে (এসআই) অবরুদ্ধ করে রাখে।

    পুলিশ জানায়, এ সময় ওই এসআইকে শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। গ্রেপ্তার তুহিনকে এ ঘটনার ‘মূল উসকানিদাতা’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

    এ ঘটনায় বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি এবং সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের হেনস্তার অভিযোগে পৃথক আরেকটি মামলা করা হয়েছে।

    পুলিশ জানায়, গ্রেপ্তার তুহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাসচালক সাইফুল ইসলামকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    এর আগে গত ২৫ জানুয়ারি বিকেলে রাজশাহীর বেলপুকুর উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজকীয় পরিবহনের একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম নিহত হন। আহত আরও ছয়জনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে এক নারী ও এক পুরুষ মারা যান।

    দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলপুকুর থানার ওসি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে ধরে উত্তেজিত জনতা। পরে উপজেলা প্রশাসন, পুঠিয়া থানা, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…