এইমাত্র
  • ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে
  • পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • খালেদা জিয়ার অবদান স্মরণ করল ভারতের সংসদ
  • চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে
  • নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • গভীর গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ উদ্ধার
  • হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
  • যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
  • ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গলাচিপায় নির্বাচনী প্রচারে ২ পক্ষের সমর্থকদের সংঘর্ষ-ভাঙচুর

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

    গলাচিপায় নির্বাচনী প্রচারে ২ পক্ষের সমর্থকদের সংঘর্ষ-ভাঙচুর

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

    পটুয়াখালীর গলাচিপায় বকুলবাড়িয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ও একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল আনুমানিক পাঁচটার দিকে বকুলবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজার এলাকায় গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীর পৃথক নির্বাচনী মিছিলকে কেন্দ্র করে দু’পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিস এবং ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সাইনবোর্ড, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    ঘটনার একাধিক ভিডিও ফুটেজে হামলা, পাল্টাপাল্টি ধাওয়ার দৃশ্য দেখা গেছে। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী নুরুল হক নুরের কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। ঘোড়া প্রতীকের সমর্থনে মিছিল চলাকালে এই হামলা হয় বলে দাবি তাদের।

    স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনা বকুলবাড়িয়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির সরদার বলেন, ‘মঙ্গলবার বিকেলে নুরুল হক নুর তাঁর কর্মীদের নিয়ে বকুলবাড়িয়া বটতলা বাজারে আসেন। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে নুরুল হক নুর চলে গেলে তাঁর দলের নেতাকর্মীরা আমাদের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।’ তিনি দাবি করেন, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

    অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির দাবি, ট্রাক প্রতীকের সমর্থনে নুরুল হক নুরের নির্বাচনী প্রচারণা চলাকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা বাধা সৃষ্টি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

    গণঅধিকার পরিষদের গলাচিপা মিডিয়া টিমের পরিচালনা কমিটির সমন্বয়ক আবু নাঈম বলেন, ‘বিকেলে নুর ভাইয়ের গণসংযোগ ছিল। কিন্তু বকুলবাড়িয়া বটতলা বাজারে হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থকেরা বাধা দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। পরে নুর ভাই আমাদের কর্মীদের নিয়ে উলানিয়ায় চলে যান। এরপর কী ঘটেছে, তা আমাদের জানা নেই।’

    ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় রাজনৈতিক উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে নুরুল হক নুরের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘নির্বাচনী প্রচারণা চলাকালে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।’

    উল্লেখ্য, এর আগেও সোমবার (২৬ জানুয়ারি) দশমিনা উপজেলার চরবোরহান এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে তাঁর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ করেন। গত বছরের ১২ জুন একই এলাকায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করার অভিযোগও ওঠে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…