এইমাত্র
  • ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে
  • পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • খালেদা জিয়ার অবদান স্মরণ করল ভারতের সংসদ
  • চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে
  • নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • গভীর গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ উদ্ধার
  • হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
  • যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
  • ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইল-২ আসনে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

    টাঙ্গাইল-২ আসনে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

    টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের চারজন কর্মী আহত হয়েছেন।

    বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলমের নেতৃত্বে কয়েকজন কর্মী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে বাক্‌বিতণ্ডার পর হামলার ঘটনা ঘটে।

    আহতরা হলেন— উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, অর্জুনা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম খান, গাবসারা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু হুজাইদা এবং জামায়াতের শুরা সদস্য আহম্মদ আলী খান। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

    আহত রবিউল আলম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চাইছিলাম। তখন স্থানীয় বিএনপির ২০ থেকে ৩০ জন নেতাকর্মী আমাদের বাধা দেয়। ভোট চাওয়া আমাদের নাগরিক অধিকার—এ কথা বলতেই তারা আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।”

    ভূঞাপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, “নির্বাচনী প্রচারণায় আমাদের নেতাকর্মীদের ওপর নিয়মিত বাধা ও হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে নারী কর্মীরা বেশি হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এ বিষয়ে বক্তব্য জানতে ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…