এইমাত্র
  • ফের ভারতীয়দের জন্য বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্র থেকে
  • পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
  • খালেদা জিয়ার অবদান স্মরণ করল ভারতের সংসদ
  • চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে
  • নির্বাচনি দায়িত্বে কোনো আওয়ামী দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • গভীর গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহ উদ্ধার
  • হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
  • যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
  • ক্রিকেট দল না পাঠালেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
  • আজ বুধবার, ১৫ মাঘ, ১৪৩২ | ২৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জবিতে কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

    জবিতে কারিকুলাম ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের উদ্যোগে ‘কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যাকোর্ডিং টু বিএনকিউএফ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বিভাগীয় কক্ষে ইউজিসি’র হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) সাব-প্রজেক্টের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে আউটকাম বেইজড এডুকেশন (OBE) কারিকুলাম অনুযায়ী শিক্ষাদান কার্যক্রম শুরু হবে এবং সে লক্ষ্যে সকল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

    উপাচার্য তার বক্তব্যে বলেন, 'তাত্ত্বিক প্রস্তুতি ছাড়াই অনেক ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হয়। একাডেমিক কাউন্সিলের মাধ্যমে ওবিই কারিকুলাম বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ সফল হবে। পাশাপাশি, এই প্রকল্পের আওতায় প্রণীত কারিকুলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি মানসম্মত উদাহরণ হবে।'

    বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন HEAT প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করায় রসায়ন বিভাগকে অভিনন্দন জানান। তিনি বলেন, 'বিএনকিউএফ অনুযায়ী ওবিই কারিকুলাম প্রণয়ন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।' তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সেমিনারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলেই কার্যকর ভূমিকা পালন করবেন।

    রসায়ন বিভাগের HEAT সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফারহিন হাসান।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…