খাগড়াছড়ির রামগড় বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে রামগড় বাজারের কাজী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সামনে থাকা একটি ট্রান্সফরমার থেকে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে প্রথমে একটি স-মিলে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের মা সেলুন, সেবা টেলিকম ও সততা কম্পিউটার নামের আরও তিনটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি প্রতিষ্ঠানের মালামাল ও ডেকোরেশন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানগুলোর আসবাবপত্র, যন্ত্রপাতি ও পণ্যসামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক কাজী শামীম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে বলা হয়েছে।
ইখা