নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল বাংলাদেশ। এবার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হেসে খেলে হারিয়েছে টাইগ্রেসরা।
বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলাপানি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারের মধ্যেই দিলারা আক্তার ও শারমিন আক্তার সুপ্তার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে তবে তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌসি ও সোবহানা মোস্তারি দৃঢ়তা দেখিয়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন।
উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ৪৫ বল খেলে ৫৬ রান সংগ্রহ করেন। অন্যদিকে সোবহানা মোস্তারি ৪২ বলে করেন ঝরঝরে ৫৯ রান। তাদের ১১২ রানের জুটি বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।
শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান তোলে বাংলাদেশ। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুত্থাওং তিনটি উইকেট শিকার করেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করতে পারেনি থাইল্যান্ড। প্রথম বলেই মারুফা আক্তারের শিকার হন ওপেনার সুয়ানান খিয়াওতো। পরে নাত্থাকান চান্থাম ৪৬ রান করে এবং নান্নাপাত কনচারোয়েনকাইয়ের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে রান তাড়ার চাপ ধরে রাখতে পারেনি তারা।
মাঝের ওভারগুলোতে স্বর্ণা আক্তার ও রিতু মনির স্পিন আক্রমণে ভেঙে পড়ে থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপ। দুজনেই দুটি করে উইকেট নেন। পেসার মারুফা আক্তার শুরু ও শেষের ওভারগুলোতে দারুণ বোলিং করে ২৫ রানে তিনটি উইকেট দখল করেন।
শেষ পর্যন্ত থাইল্যান্ড ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমে যায়। ফলে ৩৯ রানের জয়ে সুপার সিক্স পর্বে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল বাংলাদেশ নারী দল।
আগামী ৩০ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
আরডি