বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজধানের একদম নিকটে অবস্থিত গাজীপুর একট শিল্পের রাজধানী। এদেশে এই গার্মেন্টস শিল্প এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই শিল্পের প্রসার ঘটেছিল বাংলাদেশে। এর ফলে দেশের লক্ষ লক্ষ মা বোন ও ভাইদের কর্মসংস্থান হয়েছে। এদেশ থেকে বিদেশে শ্রমিক পাঠানোর কাজটির বিএনপি সরকার করেছিল। এদেশের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য জন্য যদি কেউ চিন্তা করে থাকে সেটি বিএনপি সরকার। এই শিল্পকে নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে। গাজীপুর পুরো বাংলাদেশের শিল্পের রাজধানী। গাজীপুরে যাতে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয় সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, ফ্যামিলি কার্ড কৃষক ভাইদের কৃষি কার্ড প্রদান বাস্তবায়ন করব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১ টা ৫০ মিনিটে ঐতিহাসিক গাজীপুরে রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, গাজীপুরের মধ্যে বড় বড় কয়েকটি খাল রয়েছে সেগুলো হলো তুরাগ, লবনদহ, চিলাই। আগামী ১২ তারিখ নির্বাচন শেষে এই তিন খাল খনন শুরু করব। সাথে আপনারা থাকবেন। দূষিত পানি যাতে আর গাজীপুরে না থাকতে পারব সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও গাজীপুরের জয়দেবপুর রেল গেইট এলাকায় তীব্র দুর্ভোগ থাকে। এই দুর্ভোগ লাঘবে দ্রুত এখানে ফ্লাইওভার করতে হবে। শিল্প কারখানায় মা বোনদের নিরাপত্তার পাশাপাশি শ্রমিকদের আবাসনের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে গাজীপুরের মানুষের বিড়াট একটা ভূমিকা রয়েছে। লাখ লাখ মানুষ রাজপথে অধিকার আদায়ে লড়াই করেছে। এইযে গনতন্ত্রের লড়াই হয়েছে সেটি রক্ষা করতে আগামী ১২ তারিখ সবাই ভোর বেলায় ভোটকেন্দ্রে যাবেন। ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে জামাত করে পড়বেন। যাতে আগে থেকেই কেউ সেখানে অবস্থান না করতে পারে। বিগত বছরে যেভাবে ভোট ডাকাতি হয়েছে এবার সেই ডাকাতি করতে দিবেন না। নিজ অধিকার নিশ্চিত করেই ফিরবেন।
বক্তব্যের মাঝে তারেক রহমান গাজীপুরের ৫টি আসনে মনোনীত ধানের শীষের প্রার্থীদের সম্মুখে এনে পরিচয় করিয়ে দেন। এসময় তিনি বলেন, গাজীপুর নিয়ে আমাদের যেসব পরিকল্পনাগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করতে এই প্রার্থীদের পাশে থাকবেন। তাদের বিজয় নিশ্চিত করতে হবে।
এর আগে সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা করেন তারেক রহমান। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর সড়ক ধরে নেতাকর্মীদের ভিড় ঠেলে দীর্ঘসময় অতিক্রমের পর রাত ১১টা ৫০ মিনিটে ডা.জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে সভামঞ্চে উঠেন তারেক রহমান।
জানা গেছে, দীর্ঘ ২১ বছর পর নির্বচনী সভায় প্রধান অতিথি হয়ে গাজীপুরে আসলেন তারেক রহমান। এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে এসেছিলেন তিনি।
এসআর