আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ভোলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ভোলা শহরের পান বাজার চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন থামিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও প্রধান সড়কগুলোতে নৌবাহিনীর সদস্যরা যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এসময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও এড়াতে এই ধরনের তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান নৌ-বাহিনী। এসময় নৌবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন
এদিকে সড়কে নৌবাহিনীর তৎপরতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, এমন নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনের পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।
এসআর