গাজীপুরের শ্রীপুরে আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনের নিচে পড়ে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে তারাকান্দাগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের বাসিন্দা।
তিনি বর্তমানে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
রেললাইন মাস্টার শামীমা জাহান জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি তারাকান্দী দিকে যাওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের সন্তান জানান, তার বাবা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। মঙ্গলবার হঠাৎ করে ফোনের মাধ্যমে জানতে পারেন যে তার বাবা ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন।
রেলওয়ে পুলিশ জানান, আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করব।
এসআর