বরিশালের মুলাদীতে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ককটেল তৈরির কাঁচামাল এবং মোটরসাইকেল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একাধিক হত্যা মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী এবং মন্তাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়। হিজলা উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ ও মুলাদী উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর তৌফিকের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে পূর্বের দাগি আসামিসহ একটি রিভলবার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ককটেল তৈরির কাঁচামাল এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় ৩টি হত্যা মামলার আসামি মো. ইয়াকুব হাওলাদার (২৫) ও নয়ন হাওলাদারসহ (২৫) তাদের সহযোগী জোবায়ের তালুকদার (২৬), মো. রহমাতুল্লাহ (২৫), রোকেয়া বেগম, মোসা. লাবনী (২৮), মোরশেদা (৪৫) এবং মিতু (২০)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী এলাকার বাসিন্দা।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে প্রেরণ করা হবে।
এনআই