বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা সফরে আসছেন। ওইদিন সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। আমীরের আগমনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা-৬ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী কাজী দ্বীন মুহাম্মদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী দ্বীন মুহাম্মদ বলেন, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ১১ দলীয় জোটের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দও এ জনসভায় বক্তব্য দেবেন।
তিনি আরও জানান, জনসভার তারিখ ও সময় পূর্বে ৩১ জানুয়ারি (শনিবার) বিকেল ৪টায় নির্ধারিত ছিল। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির কথা বিবেচনা করে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, একদিন এগিয়ে এনে ৩০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টায় জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাজী দ্বীন মুহাম্মদ বলেন, প্রাথমিক পরিকল্পনায় জনসভায় ৫০ হাজারের বেশি নারীর অংশগ্রহণের সম্ভাবনা থাকলেও রাতের আয়োজন হওয়ায় নিরাপত্তাজনিত কারণে এবার নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়নি।
জনসভাকে সুশৃঙ্খল ও সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কুমিল্লা টাউন হল মাঠজুড়ে বসানো হবে আধুনিক সাউন্ড সিস্টেম এবং ১৫০টি মাইক। বীরচন্দ্রনগর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে স্থাপন করা হবে মূল মঞ্চ। আয়োজকদের প্রত্যাশা, এই জনসভায় কুমিল্লা ও আশপাশের জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৬ ডিসেম্বর কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, মহানগর সেক্রেটারি মু. মাহবুবর রহমানসহ ১১ দলীয় জোট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এনআই