ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে পক্ষপাতের অভিযোগ তুলে পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ১১ দলীয় জোট।
বুধবার (২৮ জানুয়ারি) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁরা নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা বজায় না রাখার অভিযোগ করেন।
বিক্ষোভকারীদের দাবি, পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানানো হলেও সেগুলো অপসারণে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিপরীতে ১১ দলীয় জোটের প্রার্থীর (শাপলা কলি প্রতীক) ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানান জোটের নেতারা। একই সঙ্গে দ্রুত অন্য প্রার্থীদের অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবিও জানান।
এনআই