জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ে বিশেষ অবদান রেখে দেশসেরা হয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোর সিভিল সার্জন অফিস ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর আগেও এসব স্বাস্থ্য প্রতিষ্ঠান দেশসেরার সুখ্যাতি ও ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল।
জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় ঢাকার রমনা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে দেশসেরার অ্যাওয়ার্ড তুলে দেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি ডা. ফিরোজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত গাইনি চিকিৎসক বায়েস ভূঁইয়া, সায়েবা সুলতানা, আনোয়ারা বেগম প্রমুখ।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ে বিশেষ অবদান রাখায় ন্যাশনাল অ্যাওয়ার্ড মিলেছে। সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা আন্তরিক না হলে এটি অর্জন করা সম্ভব হতো না। এই সাফল্য হাসপাতাল সংশ্লিষ্টরা ছাড়াও যশোরবাসীর জন্য গৌরব বয়ে এনেছে। তিনি আরও জানান, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ে বিশেষ অবদানের জন্য এই হাসপাতাল সারাদেশে ৩য় স্থান অর্জন করেছে।
যশোরের সিভিল সার্জন ডা. মাহমুদ রানা (মাসুদ রানা) জানান, জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ে যশোর সিভিল সার্জন অফিস সারাদেশে ৩য় এবং চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২য় স্থান অর্জন করেছে। একই সঙ্গে যশোরের তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি অত্যন্ত আনন্দের সংবাদ।
উল্লেখ্য, স্বাস্থ্যসেবার সার্বিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে সারাদেশের জেলা পর্যায়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বর্তমানে ৩য় স্থানে রয়েছে। এর আগে ২০২২ সালেও জরায়ুমুখ ও স্তন ক্যান্সার চিকিৎসায় বিশেষ অবদান রাখায় হাসপাতালটি প্রথমবারের মতো দুটি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছিল। সে সময় জরায়ুমুখ ক্যান্সার চিকিৎসায় হাসপাতালটি সারাদেশে ২য় এবং স্তন ক্যান্সার চিকিৎসায় ৩য় স্থান অধিকার করে।
এনআই