টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার গোড়াই রাখের টেকি গ্রামের আলাল মিয়ার ছেলে রানা মিয়া এবং পলাশতলী গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে জয়নাল সিকদার। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় এসকেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে লাল মাটি কাটছিলেন রানা ও জয়নাল। এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ সেখানে অভিযান পরিচালনা করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাঁদের এই অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এনআই