এইমাত্র
  • মনিটাইজেশনের শর্ত আরও সহজ করলো ফেসবুক
  • শেরপুরে বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে বিজিবি
  • ডিবি কার্যালয়ে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: রেজাউল করিম
  • আগামী ৩ দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তর
  • চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
  • দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতের আমীর
  • রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ
  • ৮ মাসে বজ্রপাতে মৃত্যু ২৯৭, বেশিরভাগই পুরুষ
  • ডেঙ্গুতে তরুণরা বেশি মারা যাচ্ছে
  • খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
  • আজ শনিবার, ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪

    প্রবাস

    আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশের মনসুর
    সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেট ড্র জিতেছেন বাংলাদেশি আবুল মনসুর আব্দুল সবুর। এই পুরস্কারের পরিমাণ ২ কোটি আমিরাতি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ৬৫ কোটি টাকারও বেশি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, সবুর এবং তাঁর বন্ধুরা মিলে মোট পাঁচটি লটারির টিকিট কিনেছিলেন। এর মধ্যে একটি বিজয়ী টিকিট ছিল।টানা কয়েক বছর ধরে টিকিট কেনার পর অবশেষে যখন সত্যিই লটারি পেয়ে গেলেন, তখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না সবুর।সবুর জানিয়েছেন, টিকিটটি বন্ধুরা মিলে গত ২৭ সেপ্টেম্বর কিনেছিলেন। লটারির জয়ের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানটি লাইভ দেখছিলাম। এর মধ্যে আমাদের নম্বরটি ঘোষণা করা হয়।’ সবুর বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে আছে, যারা দুবাইয়ে কাজ করে। আমাদের ভবিষ্যৎ এখন নিরাপদ। আমি টিকিট কেনা চালিয়ে যাব।এফএস
    কানাডায় নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্ম জয়ন্তী উদযাপিত
    কানাডিয়ান বাংলা থিয়েটার এ্যলায়ে‌ন্সের উদ্যো‌গে টর‌ন্টোর টিএফএফ (টর‌ন্টো ফিল্ম ফোরাম) এর ৩০০০, ড্যান‌ফোর্থ এভেন্যু মিলনায়তনে উদযাপিত হয়েছে বাংলা নাট্যের বরপুত্র নাট্যাচার্য সেলিম আল দীন এর ৭৫তম জন্ম জয়ন্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টরন্টো'র জ্যেষ্ঠ নাট্যজন, বাংলাদেশ থিয়েটার টরন্টো এর প্রধান ‌মোহাম্মদ হা‌বিবুল্লাহ দুলাল। সূচনা বক্ত‌ব্যে নাট্যজন সে‌লিম চৌধুরী নাট্যাচার্য সে‌লিম আল দীন এর সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবনী উপস্থাপন করেন। পরবর্তী‌তে বি‌ভিন্ন নাট্যদ‌লের পক্ষ থে‌কে আলোচনায় অংশ নেন নয়ন হা‌ফিজ, থি‌য়েটার ফোকস, ক‌বি ও নাট্যকার মেহরাব রহমান, নাট্যজন মাহমুদুল ইসলাম সে‌লিম, আইএম ক্রি‌য়ে‌টিভ ল্যাব এর মিথুন রেজা, ম্যাক থি‌য়েটার এর ম্যাক আজাদ, টরে‌ন্টো ফিল্ম ফোরা‌মের প‌ক্ষে আরিফ মো‌র্শেদ। সর্ব শে‌ষে বাংলা‌দেশ থি‌য়েটা‌রের সভাপ‌তি মোহাম্মদ হা‌বিবুল্লাহ দুলাল সভাপ‌তির বক্তব্য প্রদান ক‌রেন। টরন্টোয় অব‌স্থিত ঢাকা থি‌য়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যালয় নাট্যকলা বিভা‌গের প্রাক্তনী সেতু সে‌লিম আল দীন এর নাটক "যৈবতী কন্যার মন" থে‌কে পাঠ ক‌রেন। অনুষ্ঠান‌টি উপস্থাপনা ক‌রেন, আবৃ‌তিকার ও অভি‌নেতা আরিয়ান হক। এরপর তার নাটক ও কর্মজীব‌নের ওপর আরিফ মো‌র্শেদ নি‌র্মিত তথ্য চিত্র প‌রি‌বেশ‌নের মাধ্য‌মে অনুষ্ঠান‌টির সমাপ্ত ঘোষণা করা হয়। গ্রাফিক্স ও পোস্টার ডিজাইন ক‌রেন নৃত্য প‌রিচালক ইত্তেলা আলী। সার্বিক সহ‌যো‌গিতায় ‌ছিল টর‌ন্টো ফিল্ম ফোরাম।এসএফ
    দক্ষিণ কোরিয়ায় সাগরে ডুবে নরসিংদীর দুই যুবকের মৃত্যু
    দক্ষিণ কোরিয়ায় বুসান সমুদ্র সৈকতে সাগরে ডুবে মারা গেছেন নরসিংদীর বেলাবো উপজেলার দুই যুবক। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কর্মস্থল বন্ধ থাকায় বন্ধুদের নিয়ে সমুদ্র নেমে পানিতে তলিয়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।জানা যায় নিহতরা হলেন-বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে সাকিবুর রহমান সঞ্জিব (২৩) ও টেকপাঁড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে সৈকত হাসান শান্ত (২২)।স্বজনরা জানান, কর্মসংস্থানের জন্য সাকিবুর রহমান সঞ্জিব ২০২০ সালে ইপিএস এর আওতায় বৈধপথে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। আর ৪ মাস আগে বৈধপথে দক্ষিণ কোরিয়ায় যান সৈকত হাসান শান্ত। এর মধ্যে কিছুদিন আগে সঞ্জিব বাড়ি থেকে ছুটি কাটিয়ে পুনরায় কর্মস্থল দক্ষিণ কোরিয়ায় যান। গতকাল সোমবার ছুটি থাকার সুবাধে অন্যান্য প্রবাসী বন্ধুদের নিয়ে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্র সৈকতে গোসল করতে নামেন সাকিবুর রহমান সঞ্জিব। এসময় সমুদ্রের উত্তাল ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। বিকেল ৩টায় দক্ষিণ কোরিয়ার উদ্ধার কর্মীরা সঞ্জিবের লাশ উদ্ধার করেন। সঞ্জিবের লাশ উদ্ধার করার প্রায় ২ ঘণ্টা পর বিকাল ৫টায় একই স্থান হতে তীব্র ঢেউয়ের কারণে ভেসে যাওয়া সৈকত হাসান শান্ত (২২) এর লাশ উদ্ধার করা হয়। এদিকে তাদের মৃত্যুর খবর পাওয়ার পর শোকে স্তব্ধ হয়ে গেছেন দুই পরিবারের সদস্যরা। নিহত শান্তর বাবা মো. বাচ্চু মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘সোমবার রাতে আমরা জানতে পারি শান্ত আর বেঁচে নেই। মাত্র ৪ মাস আগে দক্ষিণ কোরিয়ায় যায় সে। কিন্ত সুখ হয়তো তার কপালে বেশিদিন ছিল না। আল্লাহ তাকে নিয়ে গেছেন। সরকার যেন দ্রুত আমার ছেলের লাশ ফিরিয়ে আনার উদ্যোগ নেয় এই অনুরোধ করছি।’  সাকিবুর রহমান সঞ্জিবের চাচা আতিকুর রহমান জীবন জানান, তারা সোমবার দুপুরে তারা জানতে পারেন সঞ্জিব বন্ধুদের সাথে সাগরে গোসল করতে নেমে স্রোতে সাথে তলিয়ে যায়। পরে সেখানের উদ্ধার কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। সরকারের প্রতি দাবি দক্ষিণ কোরিয়া থেকে যেন দ্রুত সময়ের মধ্যে সঞ্জিবের লাশ দেশে আনার জন্য সহযোগিতা করে। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিম বলেন, ‘দুই যুবক নিহত হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি এবং নিউজেও দেখেছি। কিন্তু পরিবারের পক্ষ হতে কেউ অবহিত করেন নি। পরিবারের পক্ষ হতে সহযোগিতা চাইলে সরকারিভাবে মরদেহ আনার জন্য সহযোগিতা করা হবে।’  এসএফ
    সুইজারল্যান্ডের ইয়ুংফ্রাউ ম্যারাথনে দৌড়ালেন বাংলাদেশি শিব শংকর
    সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর পর্বতমালা ইন্টারলাকেনে শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রায় ৪ হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথনগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইয়ুংফ্রাউ ম্যারাথন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ৪২.২ কিলোমিটার পাহাড় পর্বত ও উঁচুনিচু পথ বেয়ে বাংলাদেশের পতাকা হাতে ফিনিশিং লাইন শেষ করেছেন শিব শংকর। এটি তার ব্যক্তিগত ১৩০তম আন্তর্জাতিক ম্যারাথন।জার্মানির প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার অন্যতম একটি উচ্চতম পর্বত হলো ইয়ুংফ্রাউ। যার উচ্চতা ৪ হাজার মিটারেরও বেশি। ম্যারাথনটি লাউটারব্রুনেন থেকে শুরু করে আইগারগ্লেটশার নামক স্থানে এসে শেষ করতে শিব শংকর সময় নিয়েছেন প্রায় চার ঘণ্টা।দৌড় শেষে শিব শংকর পাল বলেন, বিশ্বের সবচেয়ে অসাধারণ পর্বতমালার একটি এই ইয়ুংফ্রাউ পর্বত। এখানে লাল সবুজের পতাকা হাতে প্রতিবছরই দৌড়াই। ভীষণ ভালো লাগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই আনন্দ দেশের নতুন প্রজন্মের অ্যাথলেটদের দিতে চাই।ঢাকার নবাবগঞ্জে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী শিব শংকর পাল জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী। তিনি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরেন। শিব শংকরই একমাত্র বাংলাদেশি যিনি আন্তর্জাতিক নানা ম্যারাথনে শতাধিকবার অংশ নিয়ে গৌরবের সঙ্গে শেষ করেছেন।এখন তার লক্ষ্য একটিই, দেশের পতাকা হাতে কমপক্ষে ১৫০ ম্যারাথনের মাইলফলক অর্জন করা।এসএফ 
    ইতালিতে বাইতুস সালাত আয়োজিত বার্ষিক ক্রীড়া ও বই বিতরণ
    ইতালি মনফালকোনে চেন্ত্র কুলতুরালে ইসলামীকো বাইতুস সালাত আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণ করা হয়েছে।শনিবার (৭ আগস্ট) এই বই বিতরণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেন্ত্র কুলতুরালে ইসলামীকো বাইতুস সালাত এর সভাপতি জনাব রেজাউল হোক রাজু এবং যৌথ পরিচালনা করেন এস এম ওমর ফারুক ও লোকমান হাকিম।প্রধান অতিথি ফিতা কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং ছাত্রছাত্রীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।অনুষ্ঠানে সেন্ত্র কুলতুরালে ইসলামিকো দারুস সালাম এর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন খন্দকারসহ উপস্থিত ছিলেন মনফালকনে শহরে বাংলা কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি বর্গরা।দেশীয় আমেজে নানারকম খেলা হয় অনুষ্ঠানে। এ যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মজাদার খাবার পরিবেশন করা হয়। নতুন বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।এইচএ
    গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা
    গ্রিসে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদা রহমান সুমনা।  বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। নাহিদা রহমান সুমনা গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।বুধবার স্থানীয় সময় সকালে দায়িত্বভার গ্রহণকালে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগমসহ দূতাবাসের কর্মকর্তারা নবাগত রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনাকে ফুলেল শুভেচ্ছা জানান।নাহিদা রহমান সুমনা কূটনৈতিক জীবনে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।তথ্য মতে, ১৯৯৯ সালে নাহিদা রহমান সুমনা যোগ দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেবা ও কল্যাণ বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের দায়িত্ব ছাড়াও ব্রাজিলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, কানাডায় ভারপ্রাপ্ত হাইকমিশনার, কলকাতা ডেপুটি হাইকমিশনে কাউন্সিলর ও ক্যানবেরায় প্রথম সচিবের দায়িত্ব পালন করেন তিনি। পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। গ্রিসে নিযুক্ত হওয়ার আগে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।নাহিদা রহমান সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর এবং জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পানি আইনে ফেলোশিপ অর্জন করেন।এসএফ 
    আমিরাতে লটারিতে প্রায় ৪৯ কোটি টাকা জিতলেন বাংলাদেশি
    সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট আবুধাবি র‌্যাফেল ড্র’ লটারিতে প্রায় ৪৯ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু মিয়া। তিনি আমিরাতের আল আইনে থাকেন। মঙ্গলবার র‌্যাফেল ড্র এর পুরস্কারের বিজয়ী নির্ধারণ হয়। লটারির পুরস্কার হিসেবে তিনি পাবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার সমান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়। এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।আগস্টে ১৫ লাখ দিরহামের প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার। আজকের ড্রতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার। তার হাতেই বাংলাদেশি প্রবাসী নূর মিয়া শামসু মিয়ার নাম ওঠে। তার পাশাপাশি আজকের ড্রতে আরও ১০ জন ১ লাখ দিরাহাম করে জিতেছেন। এছাড়া একজন পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার দিরহামের রেঞ্জ রোভার ভেলার গাড়ি।এমআর
    প্রায় ৪৯ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি!
    সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-আইন শহরে বসবাসকারী বাংলাদেশি শামশু মিয়া ‘বিগ টিকিট আবুধাবি’ নামের লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি।খালিজ টাইমস জানিয়েছে, আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।শামশু মিয়ার কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামশু মিয়াকে ফোন করেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। শামশু ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন।এর আগে, গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজকের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাকে। তার হাতেই ওঠে শামশু মিয়ার টিকিটের নম্বরটি।এফএস
    সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করলো আরব আমিরাত
    সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে এবার ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা জানান, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে আজ আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে।এর আগে গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে এই ৫৭ জন গ্রেপ্তার হন।  গণমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।এবি 
    মালয়েশিয়ায় ট্রেলার ও লরির সংঘর্ষে বাংলাদেশি নিহত
     মালয়েশিয়ার পাহাং রাজ্যে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেমেরলোহ জেলা পুলিশপ্রধান সহকারী কমিশনার মাজলান হাসান। বুধবার হারিয়ান মেট্রোর এক প্রতিবেদন থেকে জানা গেছে, দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজন ৩৭ বছর বয়সি বাংলাদেশি এবং অন্যজন ৩৫ বছর বয়সি পাকিস্তানি। এছাড়াও এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।আহত তিনজন হলেন- ২৮ বছর বয়সি লরিচালক, ৩০ বছর বয়সি বাংলাদেশি ট্রাকের হেলপার এবং ৩৮ বছর বয়সি ট্রেলারচালক। তারা সুলতান হাজী আহমদ শাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাজ্যের রউব জেলা থেকে লরিচালক কুয়ানতান যাচ্ছিলেন। পথে লরিচালক রাস্তার বাম দিকে মোড় নেন। বিপরীত লেনে প্রবেশের আগে মূল লেনে পুনরায় প্রবেশ করলে হঠাৎ ট্রেলারটি সামনে থেকে আসে। সঙ্গে সঙ্গে লরির সামনের অংশে ধাক্কা মারে এবং দুটি গাড়িই ২০ মিটার রাস্তার ডান দিকের একটি গিরিখাতে পড়ে যায়।পুলিশ জানায়, পাহাং রাজ্যের লানচ্যাংয়ের বুকিত দামারের প্রধান সড়ক থেকে লরিটি ছিটকে গিয়ে একটি ট্রেলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুটি গাড়ির আরোহী মাথায় আঘাত পান। সেখান থেকে উদ্ধার করে তাদের লানচ্যাং হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন। মরদেহ দুটির ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহণ আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হবে বলেও পুলিশ জানিয়েছে।এমএইচ
    কাউকে চিনতে পারছেন না প্রবাসী, পরিবারের সন্ধান চায় বাংলাদেশ দূতাবাস
    মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশির পরিচয় শনাক্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (২৮ আগস্ট) বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুমানিক ৬০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক স্ট্রোক করার পর তার স্মৃতিশক্তি হারিয়ে জহুর হাসপাতাল তানকাকে চিকিৎসাধীন রয়েছে।তিনি গত ২০২৩ সালের নভেম্বরে জহুরবারুতে স্ট্রোক করে পড়ে থাকাবস্থায় কে বা কারা তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। বর্তমানে তার স্মৃতিশক্তি নেই, কোনো কিছু লিখতে বা ভাব প্রকাশ করতে পারছে না।সম্প্রতি বিষয়টি হাইকমিশনার মো. শামীম আহসানের নজরে আসলে হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে তার সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। চিকিৎসাধীন ব্যক্তির স্মৃতিশক্তি না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তার নাম, ঠিকানা, পাসপোর্ট, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা কোনো তথ্যই না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শনাক্তের জন্য বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ জানিয়েছে।বাংলাদেশ হাইকমিশন সম্ভাব্য সব উপায়ে তাকে শনাক্তের চেষ্টা করে কোনো তথ্য উদঘাটন করতে না পারায় মালয়েশিয়ায় বসবাসরত নাগরিকের কাছে অনুরোধ জানিয়েছেন। যদি কোনো প্রবাসী তার ছবি দেখে কোনো তথ্য প্রদান বা শনাক্ত করতে পারেন তাহলে তা বাংলাদেশ হাইকমিশনে সরাসরি বা ই-মেইল: [email protected] এ যোগাযোগ করতে বলা হয়েছে।
    আমিরাতে স্কুল বাস উল্টে প্রাণ গেল বাংলাদেশি শিশুর
    গ্রীষ্মের ছুটি শেষে বন্ধুদের সঙ্গে স্কুলে ফিরছিল আট বছর বয়সী শিশু সায়ান। হাসিঠাট্টা আর খেলার ছলে কাটছিল সময়, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল চিরচেনা স্কুল বাসটি। হঠাৎ ঘটলো বিপত্তি। বাস উল্টে সায়ানদের আনন্দের স্কুল যাত্রা বদলে গেলো শোকে।সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুলছাত্র সায়ান। চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড় সন্তান। ফুটফুটে সায়ানের এই মৃত্যুতে তার পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে। গ্রীষ্মের ছুটিতে তারা বাংলাদেশ ভ্রমণ শেষে ১৬ আগস্ট আমিরাতে ফিরে আসে। ছুটি শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) স্কুল খোলা হলে বাসে করে অন্যান্য শিক্ষার্থীদের মতো সায়ান ও সাইফান দুই ভাই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়।স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তের তথ্য মতে দ্রুতগতি, অবহেলা এবং চালকের অমনোযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে ১২ জন শিক্ষার্থীর সবাই এশিয়ান নাগরিক ছিল। সায়ানের ছোট ভাই সাইফানসহ মোট ১১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সন্তানহারা পরিবারটি শোকস্তব্ধ হয়ে পড়েছে।এসএফ
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বাংলাদেশির
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির (২৬) ও নাজমুল শেখ (২৫) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান অলিউডর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।নিহত লিয়ন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে এবং নাজমুল তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে।নিহত লিয়নের মামা মো. লেবু মিয়া জানান, ১১ মাস আগে সৌদি যান লিয়ন ফকির। শনিবার রাতে নাইট ডিউটি করে ভোর রাতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ছয়জন মারা যান। এরমধ্যে আমার ভাগ্নে লিয়ন ফকির ও পার্শ্ববর্তী ইউনিয়নের নাজমুল শেখ রয়েছে। তাদের মরদেহ এখনো দেশে এসে পৌঁছেনি।এফএস
    ইতালিতে তিনতলা থেকে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু
    ইতালিতে জানালা দিয়ে পড়ে গিয়ে ৩ বছর বয়সী ফাতিহা নামে বাংলাদেশি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ইতালির বলোনিয়া শহরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফাতিহার বাবা ফয়সাল ইতালির বলোনিয়ার একটি বহুতল ভবনের তিনতলায় পরিবার নিয়ে বাস করেন। ঘটনার সময় সবাই কাজে ব্যস্ত ছিলেন। ফাতিহা বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ৩ তলা ভবনের জানালা থেকে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ফাতিহার মৃত্যুতে ইতালির বাংলা কমিউনিটি ও বাংলাদেশে তার দাদার বাড়িতেও শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী ফয়সালের দেশের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। এইচএ
    চীনে যুব প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত
    বাংলাদেশের অংশগ্রহণে চীনে ‘তারুণ্যের শক্তিতে অবদান রাখুন এবং একসাথে একটি উন্নত বিশ্ব গড়ে তুলুন’ এই থিম নিয়ে ‘২০২৪ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইয়ুথ লিডারস ডায়ালগ উইথ চিয়াংশি’ প্রোগ্রামটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ আগস্ট) দিনব্যাপী সংলাপটি চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক ফান ইয়ংয়ের সভাপতিত্বে চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে অনুষ্ঠিত হয়।দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের সহযোগিতায় সংলাপটি চিয়াংশি পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস, চিয়াংশি যুব ফেডারেশন এবং চিয়াংশি চায়না ভোকেশনাল এডুকেশন সোসাইটি যৌথভাবে আয়োজন করে।চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের ভাইস প্রেসিডেন্ট শেন শিন, চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে এবং ইরান-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস চেয়ারম্যান মেহদি নাদি সহ অন্য অথিতিরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে সংলাপে অংশগ্রহণকারী চীনা ও বিদেশি তরুণ অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং চিয়াংশি প্রদেশের পরিচয় সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তিনি বলেন, ইভেন্টটি তরুণ প্রতিনিধিদের সাংস্কৃতিক দূত, চিয়াংশি এবং বিশ্বের বিভিন্ন দেশের বোন শহরগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের প্রচারের জন্য ভবিষ্যতের বহুমুখী সহযোগিতার প্রবর্তক হিসেবে গড়ে তোলার সুযোগ হিসেবে কাজ করবে বলে আশা করছি।বাংলাদেশ, ইরান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, রাশিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা, মাদাগাস্কারসহ ২২টি দেশের ২০০ জনের বেশি যুব প্রতিনিধিরা এ সংলাপে অংশগ্রহণ করেন।এসএফ

    Loading…