এইমাত্র
  • ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?, প্রশ্ন পরীমণির
  • বাংলা একাডেমি পুরস্কারের নামের তালিকা স্থগিত
  • জন সম্পৃক্ত এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে: উপদেষ্টা ফারুক
  • কাঁচা শাক-সবজি খেয়েই ১০ বছর ধরে বেঁচে আছেন ‘সিরাজী’
  • মহিলা লীগ নেত্রী পাখি গ্রেফতার
  • নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা
  • মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ: নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক
  • বিএনপি দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে হাল ধরেছে: নাজমুল হাসান অভি
  • ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, অভিনয় ছাড়বো বলিনি: তামিম মৃধা
  • রাব্বি হত্যায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম অন্যথায় থানা ঘেরাও
  • আজ রবিবার, ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

    প্রবাস

    মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
    মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার (২৪ জানুয়ারি) ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মালয়েশিয়ার অন্তত ১০টি স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে ৫০২ ধরনের নকল ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।বাংলাদেশি ভুয়া এই চিকিৎসকরা শুধু প্রবাসী রোগীদের চিকিৎসা সেবা দিতেন বলে জানান ইমিগ্রেশন প্রধান।তিনি আরও বলেন, প্রশাসনের নজর এড়াতে রেস্টুরেন্ট বা দোকানে বসে ছদ্মবেশে এই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন গ্রেপ্তাররা। চিকিৎসা এবং ওষুধ বিক্রির জন্য প্রতিটি বাংলাদেশি গ্রাহকের জন্য ৫০ থেকে ২০০ রিঙ্গিত চার্জ করা হতো। এই অবৈধ কার্যক্রম তারা প্রায় এক বছর ধরে চালিয়ে আসছিলেন।ইমিগ্রেশন আইন ১৯৫২ এর ধারা ১৩(ক), বিষ (সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) রেগুলেশন ১৯৮৯ এর রেগুলেশন ৩(১) এবং ১৯৮৪ সালের প্রবিধান ড্রাগস অ্যান্ড কসমেটিকস কন্ট্রোলের রেগুলেশন ৭(১) এর অধীনে ওই ১০ বাংলাদেশি ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। সূত্র: দ্য স্টার অনলাইনএবি 
    ছুটি শেষে সৌদিতে ফেরার ৯ দিনের মাথায় রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
    সৌদি আরবের বন্দর নগরী জেদ্দা শহরের স্ট্রোক করে মো. মোবারক হোসেন (৪০) নামে এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালের দিকে জেদ্দার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের উত্তর পাড়া নিবাসী মৃত আব্দুল মজিদের ছোট সন্তান। এর আগে বুধবার সৌদির স্থানীয় সময় বেলা ১১টার দিকে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ।জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ২৫ বছর আগে মোবারক সৌদি আরবে পাড়ি জমান। সৌদি আরবের জেদ্দা শহরে সে প্রথমে একটি কোম্পানিতে কাজ করতেন। বর্তমানে সে নিজেই ছোট একটি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ গত ৩ মাস আগে সে ছুটি কাটাতে দেশে আসেন। ছুটি শেষে গত ১৩ জানুয়ারি সে সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরে যান। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার বড় ভাই আসাদ তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।নিহত মোবারক হোসেনের মরদেহ হাসপাতালটির হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। 
    কুয়েতে মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতিতে ৩ বাংলাদেশি গ্রেপ্তার
    মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।দেশটির স্থানীয় স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারে জড়িত দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পাশাপাশি সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া এক বিবৃতিতে জানায়, মানব পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তি বাংলাদেশিদের কাছ থেকে প্রতি ভিসা বাবদ ১৭০০ থেকে ১৯০০ দিনার পর্যন্ত ফি নিয়ে ভিসা বিক্রি করেন বলে স্বীকার করেছেন।এতে আরও জানানো হয়, তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার বাংলাদেশিদের পরিচয় জানানো হয়নি।বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার্ড করা হয়েছে।এবি 
    পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু
    সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন করতে গিয়ে আব্দুর রহিম প্রধান (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহিম প্রধানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার  রুহিতারপার গ্রামের।গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তথ্যে জানা যায়, মৃত আব্দুর রহিম মতলব উত্তর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা আবুল কালামের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।গত ১১ জানুয়ারি শনিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যান আব্দুর রহিম প্রধান। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।এআই
    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৬
    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশিসহ ৭৬ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির অভিবাসন বিভাগ জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) সেলাঙ্গও রাজ্যের শাহ আলম এবং কাজাং-এ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই এবং মেয়াদোত্তীর্ণ বেশি সময় ধরে অবস্থানকারী ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশনের বিভিন্ন বিভাগের ১১৩ জন কর্মকর্তা অংশ নেন।অভিযানে মোট ৩৭৪ জন বিদেশী নাগরিককে তল্লাশি করা হয়েছে এবং এদের মধ্য থেকে বিভিন্ন অপরাধে ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ভারতের নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে।জাকারিয়া বলেন, পরিচয়পত্র না থাকা এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করার অপরাধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬ এর অধীনে আরও তদন্তের জন্য আটক অভিবাসীদের জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।পরিচালক  বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং অভিবাসীদের পাচার ও চোরাচালান বিরোধী আইন ২০০৭ (অ্যাটিপসম) আইনসহ সংশ্লিষ্ট আইনের অধীনে অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এর আগে, দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুইদিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসীকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এবি 
    বিদেশ থেকেই সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো যাবে
    এখন থেকে সৌদি প্রবাসীরা বিদেশে থেকেও ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। এ ছাড়া তাদের পরিবারের সদস্যদের বসবাসের অনুমতিও নবায়ন করতে পারবেন। সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাতের বরাত দিয়ে এ তথ্য জানানো হয় ।সৌদি পাসপোর্ট অধিদপ্তর এর মতে, সৌদি আরবের বাইরে থেকে প্রবাসীরা তাদের একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এ ছাড়া প্রবাসীদের জন্য নির্ভরশীল সদস্য ও গৃহকর্মীদের বসবাসের অনুমতি নবায়ন করতে পারবেন।নির্ধারিত ফি পরিশোধের পর এই সেবাগুলো ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘আবশার’ এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে করা যাবে।সৌদি আরবে বিপুল পরিমাণ প্রবাসী বাস করেন। দেশটি তাদের শ্রমবাজারকে আরও চাঙ্গা করার জন্য বেশ কিছু সংস্কার চালু করেছে। সৌদি কর্তৃপতক্ষ বলছে, শ্রমিকদের চুক্তিভিত্তিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।নতুন নিয়মে অনির্দিষ্ট মেয়াদের চাকরির চুক্তি বাতিলের নোটিশের সময়সীমা শ্রমিকের পক্ষ থেকে ৩০ দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে ৬০ দিন নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, শ্রমিকরা যাতে সমান সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নিয়োগদাতাদের বাধ্য করা হয়েছে।এইচএ
    মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক
    মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে থেকে বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি রয়েছেন।আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টায় রাজ্যের শাহ আলম এলাকার সেকশন ১২ এর শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিযানে ৪শ’ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৫ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান– অভিযানে দেখা গেছে, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।এবি 
    সৌদিতে বাংলাদেশিসহ ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
    সৌদি আরবে গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার (৪ জানুয়ারি) সৌদি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ অভিযানে এসব অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও ৩ হাজার ৩৬৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়াও, অবৈধভাবে সৌদিআরব প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।এদিকে ১২৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে এবং  তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হবে।এইচএ
    ইতালিতে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বৃহত্তর নোয়াখালী সমিতি
    ইতালিতে বৃহত্তর নোয়াখালি সমিতি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছে। জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সমিতি নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।রোমের বাংলা অধূষিত এলাকা তরপিনাত্তারা স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠন সহ কমিউনিটির পক্ষ হতে নবনির্বাচিত নেতৃবৃন্দ দেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় সকলের উপস্থিতিতিতে অনুষ্ঠানটি বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির নবগঠিত সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।  এছাড়াও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুগ্ম সম্পাদক জায়দুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন, ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান ও বৃহত্তর নোয়াখালী সমিতি এবং রোমের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় নোয়াখালী বিভাগ চাই বিভাগা চাই বলে স্লোগান দেন তারা।অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শুভেচ্ছা বিনিময় ও অসংখ্য মানুষের উপস্থিতি ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে কমিউনিটিতে বৃহত্তর নোয়াখালী সমিতির শক্ত অবস্থান। তারা প্রত্যাশা করেন আগামীর দিনগুলোতে প্রবাসে এবং দেশে সার্বিক উন্নয়নে অবদান রাখবে এই সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের অভিশপ্ত অতীত থেকে আলোর পথ দেখছে এই সংগঠন। ইতালিতে বৃহত্তর নোয়াখালীর ঐক্যবদ্ধতা নিশ্চিত করে, বাংলাদেশ কমিউনিটিকে শক্তিশালী অবস্থান। অতীতের মত আগামীতেও বৃহত্তর নোয়াখালী সমিতি দিবে বাংলাদেশ কমিউনিটির এগিয়ে যাওয়ার সঠিক ঠিকানা। নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে আগামীতে ইতালিতে বৃহত্তর নোয়াখালীবাসীদের নিয়ে নোয়াখালি উৎসব করার আশাবাদব্যক্ত করেন। বৃহত্তর নোয়াখালীর সকল প্রবাসীদের আইনি সহাযতা সহ ইতালিতে বিভিন্ন কাজে সব সময় সহযোগিতা করার আশ্বাসদেন দেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক।এছাড়াও বক্তারা প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের জন্য নিজ জেলার ইতিহাস ঐতিহ্যসহ বিভিন্ন কার্যক্রম করবেন বলে অঙ্গীকার করেন। পরিশেষে আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এইচএ
    নিজস্ব মালিকানায় সৌদিতে ব্যবসার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আইন অনুসারে প্রবাসীরা নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারেন না। অর্থাৎ ব্যবসা নিজের হলেও তার কাগজেকলমে মালিক হতে পারেন না প্রবাসীরা। সেক্ষেত্রে স্থানীয় কোনো নাগরিকের নামে তাদের ব্যবসা পরিচালনা করতে হয়। ব্যবসার বড় একটি লভ্যাংশ দিতে হয় সেই সৌদি  মালিক বা কফিলকে । সৌদির এমন আইনের ফলে অসাধু কিছু নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। ব্যবসা দখলের শিকার হয়ে প্রবাসীরা নিঃস্ব হয়েছেন এমন ঘটনা সৌদিতে নিয়মিত ঘটতো । সৌদিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইন। আইনের বলে প্রবাসীরা নিজেদের সম্পদ দিয়ে আসত সৌদি নাগরিকদের। আবার অসাধু কিছু সৌদি নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। এ ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। এতে বাংলাদেশীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হত। এ নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে আইনি সুবিধা পাবে প্রবাসীরা।নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে  সম্ভাবনার নতুন দ্বার। এখন থেকে তারা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে সৌদিআরব সরকার। এতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশাল সুযোগের সৃষ্টি হয়। এ উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করে দেশটি ।ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।এর অধীনে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’। পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন দেশটির সরকার ।এফএস
    জিম্মি ১২ বাংলাদেশিকে উদ্ধার করলো ইন্দোনেশিয়া পুলিশ
    ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পাদাংসিডিমপুয়ান শহরের জালান মাওয়ার এলাকার এক বাড়ি থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাদাংসিডিমপুয়ানের পুলিশ প্রধান একেবিপি উইরা প্রয়াতনা এক বিবৃতিতে এসব তথ্য জানান। তিনি জানান, আটক ওই দম্পতি তাদেরকে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যান।বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ১২ জনকে বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে প্রথমে জলপথে মালাক্কা প্রণালীর মধ্যদিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পাদাংসিডিমপুয়ানের জালান মাওয়ারের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে পাচারকারীরা প্রত্যেকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে জানানো হয়, মুক্তিপণ দেয়া হলে তাদের মুক্ত করে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়া হবে।আটক দম্পতিকে ইন্দোনেশিয়ার মানব পাচারের অপরাধ সম্পর্কিত আইনে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।এদিকে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশিকে বর্তমানে উত্তর সুমাত্রা প্রদেশের সিবোলগা ইমিগ্রেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাচারকারীরা নৌকায় করে ক্রিসমাস আইল্যান্ডে নিয়ে যাচ্ছিল। কিন্তু পথে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং একটি কাঠের নৌকায় করে রোট দ্বীপে নামিয়ে দিয়ে যায়। এর আগে গত সপ্তাহে (১৯ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোট দ্বীপের একটি সৈকত থেকে ১৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।এইচএ 
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
    সৌদিআরবের মদিনায় সড়ক দুর্ঘটনা ৪ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু সৌদিআরবের পবিত্র মদিনায় একটি সড়ক দুর্ঘটনা ৪ প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে ।গত (সোমবার)সকাল ৭টার সময় সৌদিআরবের মদিনায় কাজ শেষে বাসায় ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় চার জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে, মদিনা রাদায়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে, মৃত ব্যক্তির মধ্যে দুইজন ময়মনসিংহ ও দুইজন টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে Iনিহতরা হলেন- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার পাইথল গ্রামের বদরুদ্দিন তোতা মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮)।অপরজন কুরচাই গ্রামের আবু সাঈদের ছেলে ইকরাম (২৪)। অপর দুই জনের বিস্তারিত নাম পরিচয় এখন জানা যায়নি Iউক্ত ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সহকর্মীদের  মাঝে শোকের ছায়া নেমে আসে Iসৌদি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে জানা যায় Iএফএস
    প্রবাসীদের জন্য নতুন ভিসা চালু করল আমিরাত
    ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ এ ভিসা চালু করেছে।আজ শুক্রবার এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।আইসিপি বিভাগ জানিয়েছে, নতুন নিয়মে ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন।এছাড়া সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।আইসিপি বিভাগ আরও জানিয়েছে, এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে।এফএস
    সৌদি প্রবাসীদের উদ্দেশে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তা
    সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদিআরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এই সতর্কবার্তা জারি করেন ।বিজ্ঞপ্তিতে জানানো হয়,সম্প্রতি বেশ  কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট, জন্মনিবন্ধন, বিভিন্ন সার্টিফিকেট ও দূতাবাসের সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের বিষয়ে ভুয়া বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব প্ল্যাটফর্মে প্রতারণামূলক চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আর্থিক লেনদেনের ফাঁদ পাতা পেতে সাধারণ প্রবাসীদের নিকট হতে অর্থ আত্মসাৎ করছে একদল অসাধু মহল ।বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের কোনো ধরনের যোগসাজশ বা  সংশ্লিষ্টতা নেই, এদের থেকে সর্তক থাকতে বলা হয়েছে। প্রবাসীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে  আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের এমন প্রলোভনমূলক প্রচারণায় বিশ্বাস করে কোনো আর্থিক লেনদেনে জড়ানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও দূতাবাসের সেবার জন্য অফিশিয়াল ওয়েবসাইট এবং নির্ধারিত মাধ্যমগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ।বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, কোনো প্রবাসী সেবা সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হলে সরাসরি বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল চ্যানেল বা হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে ।এফএস
    মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ: বাংলাদেশি শ্রমিকদের মামলা করার অনুমতি
    মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমের অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাইসনের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন বাংলাদেশি শ্রমিকরা। শুক্রবার যুক্তরাজ্যের আপিল আদালত এই মামলার অনুমতি দেন।  রয়টার্স ও মালয়েশিয়ার স্ট্রেইট টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ও নেপালের ২৪ শ্রমিক অভিযোগ করেছেন, মালয়েশিয়ার এটিএ ইন্ডাস্ট্রিয়াল নামক প্রতিষ্ঠানে কাজ করার সময় তাদের বেতন থেকে অবৈধ অর্থ কেটে নেওয়া হয় এবং শারীরিক নির্যাতন করা হয়।  শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে লন্ডনের আদালতে দায়ের করা মামলায় ডাইসন টেকনোলজি লিমিটেড, ডাইসন লিমিটেড এবং তাদের মালয়েশিয়ান সহযোগী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।  ডাইসন ২০২১ সালে মালয়েশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান এটিএ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। তবে তারা অভিযোগ অস্বীকার করে বলেছে, এই মামলা মালয়েশিয়াতেই হওয়া উচিত। যদিও আপিল আদালত লিখিত রায়ে উল্লেখ করেছেন, "লন্ডন এই মামলার জন্য যথাযথ স্থান।"  ডাইসনের এক মুখপাত্র বলেন, "এই সিদ্ধান্ত একটি প্রক্রিয়াগত বিষয়, যেখানে নির্ধারণ করা হয়েছে মামলাটি কোথায় শুনানি হবে। আমরা আদালতের সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং আইনি বিকল্প নিয়ে পর্যালোচনা করছি।"  এসএফ 

    Loading…