এইমাত্র
  • সাকিবের শূন্যতা পূরণের আশ্বাস হৃদয়ের
  • ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা: ট্রাম্প
  • নাটকের সংলাপ নকল করে জাতিসংঘে ভাষণ দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
  • শেরপুরে ‘স্মরণকালের’ ভয়াবহ বন্যায় উদ্ধার অভিযানে সেনাবাহিনী
  • প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী কুমিল্লায়
  • শেরপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, নারীসহ তিনজনের মৃত্যু
  • শেখ হাসিনা ছিলেন গডফাদার ও টাকা পাচারকারীদের জননী: রিজভী
  • কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতের আমীর
  • মানসিকতার পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না: নুর
  • আজ শনিবার, ২০ আশ্বিন, ১৪৩১ | ৫ অক্টোবর, ২০২৪

    খেলা

    সাকিবের শূন্যতা পূরণের আশ্বাস হৃদয়ের
    সাকিব আল হাসানকে ছাড়া এর আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। তবে এবার একটু ভিন্ন পরিস্থিতি। আগে তার ফেরার সম্ভাবনা থাকলেও, টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সেই সুযোগ আর নেই। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আচমকা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি শেষ হয়েছে।গোয়ালিয়রে আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন শনিবার ৫ অক্টোবর দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। স্বাভাবিকভাবেই সাকিবের না থাকা নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে হৃদয়কে। সাকিব না থাকলেও তার অভাব পুষিয়ে নেয়া সম্ভব বলেও মনে করেন তরুণ এই ক্রিকেটার।এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’২০০৭ বিশ্বকাপে ডাউন দ্য উইকেটে এসে জহির খানকে ছক্কা মেরে তারকা বনে গিয়েছিলেন তামিম ইকবাল। ভারতের বিপক্ষে ভালো খেলে জনপ্রিয় হয়েছেন মুশফিকুর রহিম, সাকিবরাও। ভারত সিরিজে এমন সুযোগ থাকছে হৃদয়েরও। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারলে তারকা হয়ে উঠতে পারেন তিনি। হৃদয় অবশ্য এসব নিয়ে ভাবছেন না। আপাতত ভালো পারফর্ম করতে চান তরুণ এই ব্যাটার।হৃদয় বলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারব না। এটা সময়ই বলে দেবে। দিন শেষে আগে পারফর্ম করাটা ম্যাটার করে। পারফর্ম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয়, দেখা যাবে এখান থেকেই ইনশা আল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফর্ম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।’
    বাংলাদেশ-ইংল্যান্ডসহ টিভিতে আজকের খেলা
    টিভি চ্যানেলে আজ বেসকিছু খেলা অনুষ্ঠিত হবে। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।ক্রিকেটনারী টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ-ইংল্যান্ডরাত ৮টা, নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কাবিকেল ৪টা, নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১ফুটবলইংলিশ প্রিমিয়ার লিগক্রিস্টাল প্যালেস-লিভারপুলবিকেল ৫-৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ম্যানচেস্টার সিটি-ফুলহামরাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২আর্সেনাল-সাউদাম্পটনরাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১এভারটন-নিউক্যাসলরাত ১০-৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগারিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়ালরাত ১টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইটজার্মান বুন্দেসলিগাইউনিয়ন বার্লিন-বরুসিয়া ডর্টমুন্ডসন্ধ্যা ৭-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২এইচএসৌদি প্রো লিগআল নাসর-আর ওরোবাহরাত ৯-১৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১টেনিসসাইহাং মাস্টার্সসকাল ১০-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫এইচএ
    ফিফার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল
    গত ১৪ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। দেখতে দেখতে টুর্নামেন্টটি এখন একদম শেষের পর্যায়ে। আগামী রবিবার আসরটির মেগা ফাইনালে লড়বে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।ফাইনালের মাঠেই সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গতকালের সেই ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে এই টুর্নামেন্টে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, গত পরশু ইউক্রেনকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফুটবলের মতো ফুটসালেও ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।বিশ্বকাপ ফুটবলে কখনো ফাইনালে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এই প্রথম ফিফা ফুটসাল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। মুখোমুখি দেখায় আর্জেন্টিনার চেয়ে অবশ্য ব্রাজিল অনেক এগিয়ে। মুখোমুখি হওয়া ৮৩ ম্যাচের মধ্যে ৬৬ ম্যাচেই ব্রাজিলের জয়। এছাড়া আর্জেন্টিনা ৮টি ম্যাচে জিতেছে ও ড্র হয়েছে ৯টি ম্যাচ। ফুটসালে আর্জেন্টিনা নিজেদের একমাত্র শিরোপা জেতে ২০১৬ সালে। ২০২১ সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালও খেলেছে আর্জেন্টিনা। এবার দলটির টানা তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও সবশেষ ২০১২ সালে তারা খেলেছে এই টুর্নামেন্টের ফাইনাল। সেবার স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নও হয় ব্রাজিল।এফএস
    ১০ বছর পর জয়ের মুখ দেখল বাংলাদেশ
    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুভসূচনা করেছে বাংলাদেশ। স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে আসর শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটিশরা।২০১৪ সালের পর এই প্রথম এই টুর্নামেন্টে জয় পেল বাংলাদেশের মেয়েরা।চলতি বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি। প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে হচ্ছে এই বিশ্বকাপ। টুর্নামেন্ট আরব আমিরাতে হলেও টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশই। আজ আরব আমিরাতের শারজাহতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির ৩৬ রানে ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং করতে নেমে ওপেনিংয়ে ২৬ রান যোগ করেন সাথি রানী ও মুর্শিদা খাতুন। ১২ রান করে মুর্শিদা ফিরলেও দ্বিতীয় উইকেটে ৪২ রান যোগ করেন সাথি ও সোবহানা মোস্তারি। যদিও রান তোলার গতি ভালো ছিল না। অভিষিক্ত তাজ নেহার প্রথম বলেই রান আউটে কাটা পড়ে ফেরেন। ৬৯ রানে ৩ উইকেট হারানোর পর ৮৬ রানের মাথায় চতুর্থ ব্যাটার হিসেবে ফেরেন মোস্তারি। ৩৮ বলে ২ চারে ৩৬ রান করেন তিনি। পাঁচে নামা অধিনায়ক জ্যোতি ১৮ বলে ১৮ রান করে আউট হন। ছয় ও সাত নম্বরে নামা স্বর্না আক্তার ও রিতু মনি দুই অঙ্কের রানও স্পর্শ করতে পারেননি। শেষদিকে ফাহিমা ৫ বলে ২ চারে ১০ রানে অপরাজিত থেকে দলের রান ১১৯-এ নিয়ে যান।১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হুড়মুড় করে উইকেট না পড়লেও ধীরগতিতে রান তুলতে থাকে স্কটল্যান্ড। প্রথম দশ ওভারে ৪৯ রান তুলতে দিয়ে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার সাসিকা হর্লিকে ফাহিমা খাতুন ফেরানোর পর অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে বোল্ড করেন পেসার মারুফা আকতার। আর চারে নামা আলিসা লিস্টারকে শিকারে পরিণত করেন রিতু মনি। টপ অর্ডারের কেউই বড় রান করতে না পারলেও একপাশ আগলে রাখেন ওপেনার সারাহ ব্রাইস। পঞ্চাশ পার করার পর স্কটল্যান্ডের কেউই আর দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৫২ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন সারাহ। আর স্কটল্যান্ড থামে ৭ উইকেটে ১০৩ রানে। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ডানহাতি মিডিয়াম পেসার রিতু মনি। ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের। আজকের একটি উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টিতে শততম উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ফাহিমা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত ইতিহাস খুব একটা সুখকর নয়। এর আগের পাঁচ আসরে মাত্র দুইটি জয় টাইগ্রেসদের। সেটি ঘরের মাঠে, ২০১৪ সালে। আজ টুর্নামেন্টটির ইতিহাসে নিজেদের তৃতীয় জয় পেল বাংলাদেশের মেয়েরা।‘বি’ গ্রুপে বাংলাদেশ স্কটল্যান্ড ছাড়াও খেলবে ইংল্যন্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। এফএস
    মেসির জোড়া গোলে কমিউনিটি শিল্ড জিতলো মায়ামি
    হিসেবনিকেশটা আগের ম্যাচেই করা হয়ে গিয়েছিল। সেই ম্যাচে নিজের ছায়ায় থাকা মেসির সামনে এই ম্যাচেই ছিল নিজেকে জানান দেয়ার সুযোগ। সেটা মোক্ষমভাবে কাজে লাগালেন আর্জেন্টাইন মহাতারকা। মেসি জাদুতে পয়েন্ট টেবিলের শীর্ষ প্রতিদ্বন্দ্বী কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। সেই সঙ্গে জিতেছে কমিউনিটি শিল্ড।যথারীতি এই শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান মেসিরই, করেছেন জোড়া গোল। অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ। মায়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডারকেও ভুলে গেলে চলবে না। ম্যাচের শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে লিড ধরে রাখেন তিনি।ম্যাচের ৮ম মিনিটেই মায়ামির জালে বল পাঠায় কলম্বাস ক্রু। তবে অফসাইডের জন্য গোল হয়নি। ২৪তম মিনিটে একইরকম অভিজ্ঞতা হয় মায়ামির। এবার তারা বল জালে পাঠালেও গোল হয়নি ফাউলের জন্য। তবে ৪৫তম মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। নিজেদের অর্ধ থেকে জর্দি আলবার বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে প্রতিপক্ষ ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষক পেট্রিক স্কাল্টের পাশ দিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কলম্বাসের বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় মায়ামি। সামনের মানব দেয়ালে পাশ দিয়ে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন মেসি। গোলকিপারের তাকিয়ে দেখা ছাড়া করার বেশি কিছু ছিল না। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে দেয় কলম্বাস। মোহামেদ ফার্সির পাস থেকে লক্ষ্যভেদ করেন দিয়াগো রসি। তবে এর মিনিট দুয়েক পরই গোলরক্ষকের ভুলে ফের ব্যবধান বাড়ান সুয়ারেজ। উঁচু হয়ে আসা বল ধরতে গিয়ে হাত থেকে ফসকে যায় পেট্রিকের। সামনেই থাকা সুয়ারেজ হেড দিয়ে জালে পাঠাতে কোনো ভুল করেননি।৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় স্বাগতিকদের। তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় বড় ধাক্কা খেতে হয় তাদের। তারপরও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। ৮৪তম মিনিটে আরও একটি পেনাল্টি পায় তারা। কিন্তু এবার আর লক্ষ্যভেদ করতে পারেননি হার্নান্দেজ। ডানদিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডার। শেষ পর্যন্ত স্বস্তির জয় পায় মায়ামি।মেজর লিগ সকারে দুটি মূল ট্রফির একটি এই সাপোর্টার্স শিল্ড। আরেকটি হলো এমএলএস কাপ। নিয়মিত মৌসুমে ৩৪ ম্যাচজুড়ে সামগ্রিক পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক দল পায় এই সাপোর্টার্স শিল্ড। ১৬টি ভিন্ন দল এখনও পর্যন্ত জিতেছে এই ট্রফি।এবি 
    আর্জেন্টিনার দলে ফিরলেন মেসি
    গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মাঠ ছাড়ার পর সেদিন ফোলা পা নিয়ে ডাগআউটে বসে কাঁদতেও দেখা যায় তাকে। কোপার পর গেল সেপ্টেম্বরে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেললেও ইনজুরির কারণে দলে ছিলেন না মেসি। চোট কাটিয়ে প্রায় দুই মাস পর ইন্টার মায়ামিতে ফেরেন মেসি। এরই মধ্যে মায়ামির হয়ে কয়েকটি ম্যাচও খেলেছেন এই ফুটবল জাদুকর। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দেখতে উন্মুখ হয়ে আছেন ফুটবল সমর্থকেরা। সমর্থকদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। এই অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ। এই দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সেই দলে ফিরেছেন মেসি।দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলে খেলা মিডফিল্ডার নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোতে খেলেন তিনি। পাজ এর আগে ২০২২ বিশ্বকাপের জন্য ঘোষিত ৪৮ জনের প্রাথমিক দলে ছিলেন। নিকো পাজের বাবা পাবলো পাজ আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলেন। এছাড়া দলে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো।এদিকে ফিফার নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনার পরের দুই ম্যাচে খেলতে পারবেন না গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এজন্য তাকে দলেও রাখা হয়নি। এমির বদলে কাউকে নেওয়া হয়নি। আর্জেন্টিনার ঘোষিত দলে তিন গোলকিপার হলেন- বেনিতেজ, রুলি ও মুসো। তারা আগেও আর্জেন্টিনা দলে সুযোগ পেয়েছেন।এফএস
    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে বৃহস্পতিবার
    আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বিকাল ৪টায় শুরু হবে দু’দলের লড়াই। জয়খরা কাটানোর মিশনের শুরুতেই স্কটল্যান্ডকে প্রতিপক্ষ পেয়ে স্বভাবতই আত্মবিশ্বাসী বাংলাদেশ, দলটির বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনও হারেনি তারা। উদ্বোধনী ম্যাচ জিতে বাকি পথেও লড়াকু পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ স্মরণীয় করতে রাখতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।বিশ্বকাপের এবারের আসরের আয়োজক ছিলো বাংলাদেশ। কিন্তু নিরাপত্তার অযুহাতে শেষ পর্যন্ত আরব আমিরাতে আসর আয়োজন করছে আইসিসি। প্রথমবারের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে হতে চলেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা কিছুটা সহনীয় থাকার সম্ভাবনা রয়েছে। অক্টোবর থেকে দেশটিতে শীতকাল ধরা হয়ে থাকে। দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। মরুর দেশ হওয়াতে আবহাওয়া অনেকটা শুষ্ক থাকবে।স্কটল্যান্ডের বিপক্ষে সবশেষ চার ম্যাচেই দাপুটে জয় পেয়েছে টাইগ্রেসরা। সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। ৫ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ নারী দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবার বড় আশার কথা জানিয়েছেন। শুরুর ম্যাচ জিতে এবার সেমি-ফাইনালে ওঠার জন্য লড়াই করবেন তারা।এখন পর্যন্ত হওয়া নারী বিশ্বকাপের আট আসরে পাঁচটিতে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে মোট ২১ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে লাল-সবুজ দল। ২০১৪ থেকে শুরু করে এটি বাংলাদেশের টানা ষষ্ঠ অংশগ্রহণ।এবারের টুর্নামেন্ট দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে মেয়েদের ক্রিকেট। যেখানে ছেলেদের সমান অর্থ পুরস্কার রেখেছে আইসিসি। মেয়েদের গত টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার মোট প্রাইজমানি তিন গুণেরও বেশি বাড়িয়ে ৭.৯৫ মিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।মেয়েদের বিশ্বকাপে এবারই প্রথমবার ব্যবহার করা হবে স্মার্ট রিপ্লে পদ্ধতি। এর আগে এই প্রযুক্তির ব্যবহার দেখা গিয়েছিল ইংল্যান্ডের ফ্র্যাঞ্জাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’ এবং ২০২৪ আইপিএলের আসরে। এবার সেটি আন্তর্জাতিক ক্রিকেটেও প্রথমবার প্রয়োগ করা হবে। এ বিষয়ে এক বিবৃতি দিয়েছে আইসিসি। ‘প্রতিটি ম্যাচ কভারে নূত্যতম ২৮টি ক্যামেরা কাজ করবে। নানা আঙ্গিকে বিশ্লেষণ ও দৃশ্যায়নের মানও থাকবে উন্নত।’এসএফ 
    মাশরাফির উপস্থিতিতে অস্ত্র দেখিয়ে সিলেট স্ট্রাইকার্স দখল নেওয়া হয়
    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ইস্যুতে হঠাৎ তোলপাড় দেশের ক্রীড়াঙ্গনে। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দলটির সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরী। এরই মধ্যে এক বিবৃতিতে অভিযোগ উড়িয়ে দেয় সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ। এবার ফেসবুকে দীর্ঘ এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করলেন সেই সারোয়ার। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে প্রথম মৌসুমেই সিলেটের ফাইনাল খেলা নিয়ে তিনি বলেন, ‘আপনারা অনেকেই হয়ত আমাকে চিনবেন সিলেট স্ট্রাইকারস-এর মাধ্যমে। ২০২৩ বিপিএলে সিলেট স্ট্রাইকারস নিজেদের প্রথম সিজনেই ফাইনাল খেলে, রানার্স আপ হয়। মাঠের সফলতা ছিল অসাধারণ, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় অর্জন ছিল আমাদের দেশি খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স।দ্বিতীয় মৌসুমে অপ্রত্যাশিত বাধার মুখোমুখি হওয়ার অভিযোগ তুললেন সারোয়ার চৌধুরী। তিনি বলেন, মাঠে খেলা ভালোই হয়েছিল, তাই না? সফল একটা সিজন গড়েছিলাম আমরা। সেই সিজনে আমি ছিলাম দলের চেয়ারম্যান; স্বপ্ন বড় হচ্ছিল, স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। কিন্তু ২০২৪ সালের বিপিএলের আগে হঠাৎ করেই এক অপ্রত্যাশিত বাঁধার মুখোমুখি হই। মাঠের সফলতা সত্ত্বেও আমি পরের সিজনে দলের সাথে থাকতে পারিনি, তারা আমাকে থাকতে দেয় নাই। এবং সিলেট ৭ দলের মধ্যে ৬ নাম্বার পজিশনে থেকে বিপিএলটা শেষ করে। আর সিলেট যে আগের সিজনের মত উজ্জীবিত ছিল না, এমনটা দর্শকরাই মনে করেছেন এবং প্রফেশনালিজমের অভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।মাশরাফির সাথে পরিচয়ের সূত্রপাত নিয়ে সারোয়ার চৌধুরী বলেন, আমি মূলত আমেরিকায় ব্যবসা করি, এছাড়াও আমি নিউইয়র্কভিত্তিক (NYBCL Cricket League) এনওয়াইবিসিএল এর সহ-প্রতিষ্ঠাতা এবং দীর্ঘ ৫ বছর এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং নিউইয়র্ক ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লীগে আমার হেলাল বিন ইউসুফের সাথে পরিচয় এবং তার মাধ্যমেই আমার মাশরাফি বিন মর্তুজার সাথে পরিচয় হয়। হ্যাঁ, মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের আমার অন্যতম প্রিয় একজন প্লেয়ার ছিলেন। আর সেই প্রিয় প্লেয়ার যখন নিজেই আমাকে বিপিএলে দল নেওয়ার আহ্বান করলেন, তখন আমি সানন্দে, বিশ্বাসের সাথে তা গ্রহণ করলাম। কিন্তু তখনও আমি জানতাম না যে এক পর্যায়ে যেয়ে, যাকে আমি এতটা পছন্দ করতাম সেই মাশরাফির রাজনৈতিক অফিসে, তার এবং যার মাধ্যমে এখানে আশা সেই হেলাল বিন ইউসুফে শুভ্রের উপস্থিতিতে অবরুদ্ধ করে এবং অস্ত্র দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হবে।  আমি বিশ্বাস করতে পারছিলাম না—যাকে এতটা ভালোবাসতাম, সেই মানুষই এমনভাবে আমার বিরুদ্ধে দাঁড়াবে! এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ অভিজ্ঞতা।তিনি আরও বলেন, মাশরাফি বিন মর্তুজা এতদিন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন। ক্রিকেটার হিসেবে তার অবশ্যই অনেক জনপ্রিয়তা ছিল/আছে। আমি নিজেও উনার এই অজানা হিংস্র চরিত্র দেখার আগে অনেক বড় ফ্যান ছিলাম এবং আমি জানি তখন হয়ত কেউ অভিযোগ করলে আমারও বিশ্বাস করতে কঠিন হত। আমার জন্য সবচেয়ে কঠিন বিষয় ছিল মাশরাফিকে নতুনভাবে দেখা। তিনি শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়কই নন, তিনি তখন সরকার দলীয় এমপি, এবং সেই সরকার ছিল স্বৈরাচারী। এমন একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল। তাই আমি আমার এবং আমার পরিবার-পরিজনের যারা অনেকেই বাংলাদেশেই বসবাস করেন তাদের নিরাপত্তার কথা ভেবে কিছু করতে পারিনি।এতদিন পর আইনি লড়াইয়ে নামার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে আমাকে যখন অবরুদ্ধ করে হুমকি দেওয়া হল, এবং সেই সময় সরকারের প্রভাবশালী কারও বিরোধিতা করলে গুম হওয়া খুব অবাস্তব আশঙ্কা ছিল না। তাই হুমকি আমাকে সিরিয়াসভাবেই নিতে হয়েছে। কিন্তু এখন? এখন সময় বদলেছে, ছাত্রদের নেতৃত্বে ছাত্র-জনতার গণ-আন্দোলনের সফলতার পর দেশ নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে, এখন আমি ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী। আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ একদিন সমস্ত বাধা অতিক্রম করবে।জীবনের হুমকি একবার সামনে আসার পর স্বাভাবিকভাবে নিরাপত্তার চিন্তা রয়েই যায়। কিন্তু মহান আল্লাহর উপর ভরসা রেখে আমি আইনি লড়াইয়ে নেমেছি এবং লড়াই চালিয়ে যাব, আমি শীঘ্রই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরব, ইনশা আল্লাহ্। আশা করি আপনারা পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।’উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সিলেটের সাবেক মালিক সারোয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মামলাটি করেন। মামলার ১ নম্বর আসামি করা হয় মাশরাফিকে। এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয় সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক হেলাল বিন ইউসুফ শুভ্র।মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাতপরিচয় (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেলসহ ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।এসএফ 
    যুক্তরাষ্ট্র ফিরে গেলেন সাকিব আল হাসান
    পড়বে না তাঁর পায়ের চিহ্ন এই বাটে...। কানপুর টেস্ট দিয়ে তাঁর বাট বাঁক নিয়েছে বিদায়ের দিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলার সুযোগ পেলে বিদায় আনুষ্ঠানিকতা পাবে। তবে শঙ্কাটা জেগেছে অন্য জায়গায়, তিনি দেশে ফিরলে নিরাপত্তা পাবেন কি না তা নিয়েই যত সংশয়। এ দোটানার মধ্যেই সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন কি না সেটি এখন বড় প্রশ্ন।মঙ্গলবার কানপুর টেস্ট শেষ হওয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন সাকিব। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন বুধবার। সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়া অবশ্য নতুন কিছু নয়।  তবে এবার তিনি আদৌ ফিরবেন কি না, এমন প্রশ্ন নিয়ে যাচ্ছেন। কানপুর টেস্টের পর ভারতে সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিকরা। তাকে একটি ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। ফলে অনেকেই বলছেন, মিরপুরে খেলা হোক বা না হোক, সাকিবের শেষের বাঁশি বেজে গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানান, তাঁর জানা মতে, সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন। ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, সাকিব তাঁর শেষ টেস্ট খেলে ফেললেন কিনা। উত্তরে টাইগার প্রধান কোচ বলেন, ‘এটাই শেষ, আমি এমন কিছু শুনিনি। আমি যেটা জানি, সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজে খেলবে।’ সাকিবের চাওয়াই টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটারদের চাওয়া। বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডারের আনুষ্ঠানিক বিদায় দেখতে চান তারা। সে কারণে গতকাল শেষ বলতে চাননি তিনি। সাংবাদিকদের দেওয়া সম্মাননায়ও বোধ হয় খুশি ছিলেন না। তিনি হয়তো চেয়েছেন মিরপুরেই হোক সবকিছু। দীর্ঘ ১৮ বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়া সাকিবের বিদায় বলার সিদ্ধান্ত শোনার পর বিস্মিত হয়েছিলেন কোচ। বাঁহাতি অলরাউন্ডারের উত্তরাধিকার নিয়ে প্রশ্ন হওয়ায় হাথুরুসিংহে বলেন, ‘আমরা সবাই বিস্মিত হয়েছি, যখন সে বলেছে দক্ষিণ আফ্রিকা সিরিজই তার শেষ। কারণ সাকিবের মতো কাউকে যে আর পাওয়া যাবে না।’ 
    সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি
    কানপুর টেস্টে ভারতের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টিতে প্রায় আড়াই দিন ভেসে যাওয়ার পরও লজ্জার হারের স্বাদ পেয়েছে সফরকারীরা। তবে টেস্ট হার ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন কিনা তা নিয়ে প্রশ্ন ও দ্বিধা দুই-ই আছে। যে কারণে ম্যাচ শেষে সাকিবকে সংবর্ধনা দিয়েছেন কানপুরে সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। তার আগে দেশ সেরা ক্রিকেটার সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি।সাকিব অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছেন। এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তিনি। যদি বাংলাদেশে এসে টেস্ট খেলতে না পারেন সেক্ষেত্রে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও অনিশ্চিত হয়ে পড়বে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেললেও  ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ না পড়লে সাকিব ও বিরাটের মুখোমুখি হওয়ার আর সুযোগ থাকবে না। বিষয়টি মাথায় রেখেই হয়তো সাকিবকে নিজের ব্যাট স্মৃতি হিসেবে হাতে তুলে দিয়েছেন বিরাট। এ সময় দু’জনকে বেশ খুনসুটিও করত দেখা যায়। বিরাট কোহলি বরাবরই সাকিবের গুনমুগ্ধ একজন ক্রিকেটার। তিনি একাধিকবার সাকিবের প্রশংসা করেছেন। সাকিবের আর্ম বলা খেলা যে কঠিন সেকথাও স্বীকার করেছেন। এছাড়া বাংলাদেশি তারকার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের প্রশংসাও করতে দেখা গেছে তাকে। এসএফ 
    ইতোকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিলো ফিফা
    ফিফার আচরণবিধি ভাঙায় ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতোকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এ শাস্তির কারণে আগামী ছয় মাসের মধ্যে ক্যামেরুন জাতীয় দল থেকে বয়সভিত্তিক পর্যায়ের যেকোনো দলের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না তিনি।ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বোগোতায় অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে দুটি অভিযোগের ভিত্তিতে ইতোকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ম্যাচটি ৩–১ গোলে জিতেছিল ব্রাজিল।রেকর্ড চারবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ইতো ঠিক কী কী আচরণবিধি ভেঙেছেন তা খোলাসা করে জানায়নি ফিফা। তবে সংস্থাটির শৃঙ্খলা কমিটির বিবৃতিতে বলা হয়, অফিশিয়ালদের সঙ্গে অসদাচরণ এবং ন্যায্য খেলার মৌলিক নীতিগুলো লঙ্ঘন ও আক্রমণাত্মক ব্যবহারের কারণে ইতোকে দোষী সাব্যস্ত করা হয়েছে।২০২১ সাল থেকে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ৪৩ বছর বয়সী ইতো।এসএফ 
    ভারতের ধবধবে আড়াই দিনের টেস্টে হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ
    কানপুর টেস্টে প্রায় আড়াই দিন ভেসে যায় বৃষ্টিতে। তাই অনেকেই ভেবেছিল ড্র হবে টেস্টটি। তবে এমন ম্যাচও এক সেশন আগেই হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে ৭ উইকেটে হেরে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। প্রথম টেস্টে ২৮০ রানে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল।  মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ৫২ রানের লিড রোহিত শর্মা দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯৫ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৮ রানে ৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। তার বিদায়ের পর ক্রিজে আসেন শিবমন গিল। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ৩৪ রানে ১০ বলে ৬ রান করে আউট হন গিল। তবে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন যশস্বী জয়সওয়াল।এই দুই ব্যাটারের ব্যাটে জয়ের পথে এগোতে থাকে ভারত। ৪৩ বলে ফিফটি তুলে নেন জয়সওয়াল। এরপরই দলীয় ৯২ রানে ৪৫ বলে ৫১ রান করে আউট হন তিনি।এরপর ক্রিজে আসা রিঝভ পন্থকে নিয়ে ১৭ ওভার ২ বলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। মিরাজ হাসান মিরাজ ২টি ও তাইজুল ইসলাম নেন ১টি উইকেট।    এসএফ
    ভারতকে শত রানের লক্ষ্যও দিতে পারল না বাংলাদেশ
    কানপুর টেস্টের প্রথম তিন দিনই ছিল প্রাণহীন। চতুর্থ দিন থেকে জমে উঠে ম্যাচটি। নিজেদের প্রথম ইনিংস ভারত সাজায় টি-টোয়েন্টি স্টাইলে। মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। এতে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রান ছাপিয়ে ৫২ রানের লিডও পেয়ে যায় ভারত। ওই দিনই গ্রিনে পার্কে ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামি। আর পঞ্চম দিন এসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এতে মাত্র ৯৫ রানের লক্ষ্য পেয়েছে ভারত।মঙ্গলবার (১ অক্টোবর) ২ উইকেটে ২৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে সফরকারীরা। দিনের তৃতীয় ওভারেই আউট হয়ে যান আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রানে।এরপর সাদমান ইসলামের সঙ্গে ৫৫ রানের দারুণ জুটি করে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের ২৮তম ওভারে দলীয় ৯১ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। ৩৭ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান বাংলাদেশ কাপ্তানকে।দলীয় ২ রান যোগ করতেই আউট হয়ে যান ফিফটি করা সাদমান। ২৯তম ওভারে আকাশ দীপের বলে যসস্বি জয়সওয়ালের হাতে গালিতে ক্যাচ হন তিনি। ১০১ বলে ৫০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন সাদমান।ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে লিটন দাসকে (৮ বলে ১) তুলে নেন জাদেজা। ডানহাতি ব্যাটারকে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ বানান ভারতীয় স্পিনার।এরপর আকাশ দীপের ওভারকে স্যান্ডউইচ বানিয়ে পরের আবার বোলিংয়ে আসেন জাদেজা। ওভারের দ্বিতীয় বলেই সাকিব আল হাসানকে (২ বলে ০) নিজের হাতের ক্যাচ বানান তিনি। অর্থাৎ ৩ উইকেটে ৯১ রান করা বাংলাদেশের ৯৪ রানে নেই ৭ উইকেট। টিকে থাকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১৭ বলে ৯ রান করে জাসপ্রিত বুমরাহর বলে বিহাইন্ড দ্য উইকেটে পান্তের হাতে ধরা পড়েন তিনি। এরপর তাইজুল ইসলামকে (১৩ বলে ০) এলবিডব্লিউ করেন বুমরাহ।দশম উইকেটে ১৬ রানের জুটি করেন মুশফিকুর রহিম ও খালেদ আহমেদ। বুমরাহর বলে ৬৩ বলে ৩৭ রান করে মুশফিক বোল্ড হলে ইনিংস শেষ হয় বাংলাদেশের। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।এবি 
    দিনের শুরুতে মাত্র ২ রান করেই আউট মুমিনুল
    কানপুর টেস্টের পঞ্চম দিনের শুরুতেই মাত্র ২ রান করেই আউট হয়ে গেছেন মুমিনুল হক। দিনের তৃতীয় ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হন বাঁহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ১০৭ রানের অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফেরেন মাত্র ২ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ৩৬ রান। সাদমান ইসলাম ১৫ আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ০ রানে। এখনো ১৬ রানে এগিয়ে ভারত।এর আগে গতকাল সোমবার চতুর্থ দিনে মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। তখন স্বাগতিকদের লিড ৫২ রানের। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ২৬ রান তুলতেই দুটি উইকেট হারায় বাংলাদেশ।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৫ বলে ১০ রান করে আউট হন ওপেনার জাকির হাসান। অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তিনি। নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতেও খুব একটা লাভ হয়নি। হাসান আউট হন ৯ বলে ৪ রান করে।এবি
    মৃত বাবাকে গোল উৎসর্গ করলেন রোনালদো
    এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে ভাইরাল ইনফেকশনের কারণে খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ খেলেছেন পর্তুগিজ তারকা। এই ম্যাচে আল নাসরের জয়সূচক গোলটি করেছেন তিনিই। এশিয়ান ক্লাব প্রতিযোগিতার এই ম্যাচে কাতারের ক্লাব আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এটি আল নাসরের প্রথম জয়। এর আগে প্রথম ম্যাচে ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সৌদি প্রো লিগের ক্লাবটি।সোমবার ঘরের মাঠ রিয়াদের আল আওয়াল পার্কে আল নাসরের হয়ে প্রথম গোল করেন সাদিও মানে। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিটে) সেনেগালের এই তারকার গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা।দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ৫ বারের ব্যালন ডি'অরজয়ী তারকার গোলে ২-০ তে এগিয়ে যায় আল নাসর। ৭৬ মিনিটে গোলটি করেন তিনি। এই ম্যাচে আগেও বল জালে জমা করেছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।৮৭ মিনিটে এক গোল শোধ করে আল রাইয়ান। গোল করেন রজার গুইদেস। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২-১। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত হয় আল নাসরের।সোমবারের গোলটি মৃত বাবাকে উৎসর্গ করেন রোনালদো। ২০০৫ সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তার বাবা মারা যান। লিভারের রোগে আক্রান্ত ইহলোক ত্যাগ করেছিলেন রোনালদোর বাবা। এরপর বিভিন্ন সময়ে বাবার কথা স্মরণ করে আবেগী হতে দেখা গেছে রোনালদোকে।ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আজকের গোলের একটা আলাদা স্বাদ আছে... । যদি আমার বাবা বেঁচে থাকতেন! কারণ, আজ তার জন্মদিন, এটা (গোল) তার জন্য।’এমআর

    Loading…